দীপিকা, সারাদের ১৫টি ফোন ফরেন্সিক তদন্তের জন্য পাঠাল এনসিবি

Oct 15, 2020, 17:48 PM IST
1/5

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় জোর কদমে তদন্ত শুরু করেছে এনসিবি। মাদক মামলায় রিয়া চক্রবর্তী জামিনে মুক্ত হলেও, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তাদের মতো করে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে

2/5

সূত্রের খবর, ইতিমধ্যেই ১৫টি স্মার্ট ফোন ফরেন্সিক তদন্তের জন্য ল্যাবে পাঠানো হয়েছে। গুজরাটের ডিরোক্টরেট অফ ফরেন্সিক সায়েন্সে পাঠানো হয়েছে ওই স্মার্ট ফোনগুলি 

3/5

গুজরাটের ফরেন্সিক ল্যাবে পরীক্ষা জন্য যে ১৫টি ফোন পাঠানো হয়েছে, সেই তালিকায় রয়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খানদের মোবাইলও। ওই ফোনগুলির মাধ্যমে কাদের সঙ্গে যোগাযোগ করা হত, কী কী মেসেজ করা হয় কিংবা সোশ্যাল মিডিয়ার ব্যবহারই বা কীভাবে হত, সেই সব তথ্যের জন্যেই ফরেন্সিক তদন্ত করা হবে বলে খবর 

4/5

ওই মোবাইল ফোনগুলির সমস্ত তথ্য হাতে এলে, তবেই মাদক মামলার মূল অভিযুক্তের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে সম্প্রতি এমন খবরই প্রকাশ্যে এসেছে 

5/5

দীপিকা পাড়ুকোন, সারা আলি খানের পাশাপাশি রকুল প্রীত সিং এবং শ্রদ্ধা কাপুরের মোবাইলও ফরেন্সিক তদন্তের জন্য এনসিবি গুজরাটে পাঠিয়েছে বলে খবর