জন্মদিনে সুশান্ত সিং রাজপুত, জানুন কিছু অজানা তথ্য

Jan 21, 2018, 10:25 AM IST
1/7

Sushant Singh Rajput : Lesser Known Facts 7

জন্মদিনে সুশান্ত সিং রাজপুত, জানুন কিছু অজানা তথ্য

এম এস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি খ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্ম ১৯৮৬ সালে ২১ জানুয়ারি। ৩১ বছরে পা দিলেন তিনি। 

2/7

Sushant Singh Rajput : Lesser Known Facts 6

জন্মদিনে সুশান্ত সিং রাজপুত, জানুন কিছু অজানা তথ্য

সুশান্ত শামক ডাবর ও আশলে লোবোর গ্রুপে নাচ করতেন। অ্যালান আমিনের কাছে শিখেছেন মার্শাল আর্ট শিখেছেন।

3/7

Sushant Singh Rajput : Lesser Known Facts 5

জন্মদিনে সুশান্ত সিং রাজপুত, জানুন কিছু অজানা তথ্য

সুশান্ত সিং রাজপুত বিমান চালাতেও জানেন। তিনি এই বিমান চালানো শিখেছেন তাঁর পরবর্তী সিনেমা 'চন্দা মামা দূর কে'-এর জন্য।

4/7

Sushant Singh Rajput : Lesser Known Facts 4

জন্মদিনে সুশান্ত সিং রাজপুত, জানুন কিছু অজানা তথ্য

উচ্চমাধ্যমিকের পর AIEEE-এর মতো ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ৭ নম্বর স্থানাধিকার করেন। এরপর মেকানিকাল ইঞ্জিনিয়ারিং  নিয়ে পড়াশোনাও শুরু করে। তবে অভিনয়ে নিজের কেরিয়ার গড়ার জন্য চতুর্থ বর্ষে গিয়ে আর পরীক্ষা দেননি।

5/7

Sushant Singh Rajput : Lesser Known Facts 3

জন্মদিনে সুশান্ত সিং রাজপুত, জানুন কিছু অজানা তথ্য

শুধু অভিনয়ই নয়, সুশান্ত স্কুল ও কলেজে পড়াশোনাতেও ভীষণ ভালো ছিলেন। তিনি পদার্থবিদ্যায় জাতীয়স্তরে পদার্থবিদ্যায় অলিম্পিয়াড বিজয়ী। 

6/7

Sushant Singh Rajput : Lesser Known Facts 2

জন্মদিনে সুশান্ত সিং রাজপুত, জানুন কিছু অজানা তথ্য

সুশন্ত সিং রাজপুতের জন্ম পাটনায়। তিনি তাঁরা বাবা-মার কনিষ্ঠ সন্তান। তাঁর আরও চার বোন রয়েছে। সুশান্তের বাবা সরকারি কর্মচারী। মা উচ্চমাধ্যমিক পাস এবং গৃহিনী।

7/7

Sushant Singh Rajput : Lesser Known Facts 1

জন্মদিনে সুশান্ত সিং রাজপুত, জানুন কিছু অজানা তথ্য

বেশিরভাগ লোকজনই জানেন সুশান্ত সিং রাজপুত তাঁর  কেরিয়ার শুরু করেন 'পবিত্র রিস্তা' নামে হিন্দি ধারাবাহিকের মাধ্যমে। কিন্তু এটা সত্যি নয়, 'পবিত্র রিস্তা'র আগে সুশান্ত 'কিস দেশ মে হ্যায় দিল মেরা' ধারাবাহিকে প্রীত জুনিজার ভূমিকায় অভিনয় করেছিলেন।