Swami Vivekananda: কীভাবে প্রয়াণ ঘটেছিল স্বামী বিবেকানন্দের? জেনে নিন বীর সন্ন্যাসীর মৃত্যুরহস্য...
Swami Vivekananda Death Anniversary 2023: ১৯০২ সালের আজকের দিনে, এই ৪ জুলাইয়ে প্রয়াত হন স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ বলেছিলেন, ৪০ বছরের আগেই তিনি চলে যাবেন। ঘটেছিলও তাই। স্বামীজির যখন মৃত্যু হয়, তখন তাঁর বয়স ছিল ৩৯ বছর, ৫ মাস, ২৫ দিন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯০২ সালের আজকের দিনে, এই ৪ জুলাইয়ে প্রয়াত হন স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ বলেছিলেন, ৪০ বছরের আগেই তিনি চলে যাবেন। ঘটেছিলও তাই। বেলুড় মঠে স্বামীজির যখন মৃত্যু হয়, তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৯ বছর, ৫ মাস, ২৫ দিন! লেখক শংকর তাঁর একটি বইতে স্বামীজির স্বাস্থ্য নিয়ে লিখতে গিয়ে বলছেন, অনিদ্রা, যকৃৎ ও কিডনির সমস্যা, মাইগ্রেন, ডায়বেটিস, হৃদরোগের মতো কমপক্ষে ৩১টি ব্যাধি ছিল স্বামীজির। স্বামীজি অসুস্থ তিনি ছিলেন ঠিকই, তবে শয্যাশায়ী ছিলেন না। মৃত্যুর দিনটিতেও অদ্ভুতরকম শান্ত ও স্বাভাবিক ছিলেন।