Farmers Protests : কৃষকদের সঙ্গে আন্দোলনে যোগ দিলেন অভিনেত্রী Swara Bhasker

Dec 18, 2020, 16:51 PM IST
1/5

কৃষক আন্দোলনে সঙ্গে যোগ দিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। শুক্রবার দিল্লির সীমান্ত এলাকায় কৃষকদের সঙ্গে আন্দোলনে বসতে দেখা যায় বলিউডের এই অভিনেত্রীকে। নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন স্বরা ভাস্কর

2/5

নিজের ট্যুইটার হ্যান্ডেলে ছবি শেয়ার করে স্বরা আশা প্রকাশ করেন, শিগগিরই হয়ত এই সমস্যার সমাধান করা হবে। আন্দোলনের ছবি শেয়ার করে ফার্মারস প্রটেস্ট বলে হ্যাশট্যাগও জুড়ে দিতে দেখা যায় স্বরা ভাস্করকে 

3/5

তবে এই প্রথম নয়, এর আগে বিভিন্ন বিষয় নিয়ে সুর চড়াতে দেখা গিয়েছে স্বরা ভাস্করকে। কখনও জেএনইউ নিয়ে সুর চড়ান স্বরা, আবার কখনও জেএনইউতে বাম ছাত্র নেত্রী ঐশী ঘোষের উপর আক্রমণের প্রতিবাদ করেন স্বরা ভাস্কর

4/5

এবার সেই স্বরা ভাস্করকেই দেখা গেল কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত হতে। প্রসঙ্গত,কৃষক আন্দোলন নিয়ে ইতমধ্যেই সুর চড়িয়েছেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। দিলজিৎকে সমর্থন করে ট্যুইট করতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকেও  

5/5

এদিকে দিলজিৎ, প্রিয়াঙ্কা, স্বরারা কৃষক আন্দোলনকে সমর্থন করলেও, ওই ঘটনার বিরুদ্ধে মন্তব্য করে সংবাদমাধ্যমের পাতা সরগরম করে তোলেন কঙ্গনা রানাউত