Swara Bhasker Wedding Photo: ধর্নামঞ্চে খুঁজে পেলেন প্রেম, বিয়ে করলেন স্বরা...

| Feb 16, 2023, 18:37 PM IST
1/5

স্বরার বিয়ে

Swara Bhasker Wedding Photo

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার অনুরাগীদের বড়সড় সারপ্রাইজ দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। বিয়ে করলেন অভিনেত্রী।  

2/5

স্বরার বিয়ে

Swara Bhasker Wedding Photo

বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছি সমাজবাদী পার্টির স্টেট ইউথ প্রেসিডেন্ট ফাহাদ আহমেদের প্রেমে পড়েছেন অভিনেত্রী। সেই প্রেমকেই মান্যতা দিলেন তাঁরা।  

3/5

স্বরার বিয়ে

Swara Bhasker Wedding Photo

লাল সাদা কম্বিনেশনের পোশাক পরেছিলেন দুজনেই, গলায় বরমালা। তাঁদের বিয়ের প্রথম ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইনস্টা স্টোরিতে মেহেন্দির ছবি শেয়ার করেন স্বরা।  

4/5

স্বরার বিয়ে

Swara Bhasker Wedding Photo

আদালতে স্পেশাল অ্যাক্ট ম্যারেজে আইনি মতে বিয়ে করেন স্বরা।তাঁদের প্রেমের পুরো জার্নি নিয়ে একটি ইমোশনাল ভিডিয়ো পোস্ট করেন স্বরা।  

5/5

স্বরার বিয়ে

Swara Bhasker Wedding Photo

সেই ভিডিয়োতেই দেখা যায় যে, সরকার বিরোধী আন্দোলনে গিয়েই প্রথমবার পরিচয় হয়। সেখান থেকেই প্রেম। তাঁদের প্রেমের সূত্রধর এক ছোট্ট মার্জার, নাম তার গালিব।