লকডাউনে বিশাল অঙ্কের বিদ্যুতের বিল, চক্ষু চড়কগাছ তারকাদের

Jul 02, 2020, 19:38 PM IST
1/7

লকডাউনের মধ্যে বলি তারকাদের বাড়িতে বিশাল অঙ্কের বিদ্যুতের বিল। যা দেখে চক্ষু চড়কগাছ তারকাদের। কীভাবে কিসের ভিত্তিতে এই অঙ্কের বিল এসেছে বুঝে উঠতে পারছেন না তারকারা। এবিষয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক তারকা। সোহা আলি খান, তাপসী পন্নু, নেহা ধুপিয়া, হুমা কুরেশি থেকে শুরু করে এই তালিকায় রয়েছেন আরও অনেকেই। হুমা লিখেছেন, ''কী হিসাবে বিদ্যুতের বিল নেওয়া হচ্ছে বুঝতে পারছি না। গত মাসে দিয়েছি ৬ হাজার টাকা। আর এমাসে ৫০ হাজার! বিদ্যুতের নতুন দাম কত জানাবেন একটু। ''

2/7

সোহা টুইটারে লিখেছেন, ''বিশাল অঙ্কের বিদ্যুতের বিল পেলাম, এটা কি দিতে হবে? যা বিল আসে, তার তিনগুণ বিল এসেছে। কীভাবে এটা একটু বোঝাবেন দয়া করে?'' নিজের টুইটটে মুম্বইয়ের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে ট্যাগও করেছেন সোহা।

3/7

সোহার টুইটের সঙ্গে সহমত পোষণ করে নেহা ধুপিয়া লিখেছেন, আমাদেরও একই অবস্থা। মুম্বইয়ের বিদ্যৎ সরবরাহকারী সংস্থার উদ্দেশ্যে নেহা লিখেছেন, দয়া করে কেউ কি উত্তর দেবেন? নাকি আমাদের অন্ধকারে থাকতে হবে?

4/7

কার্তিকা নায়ারের বাড়িতে বিল এসেছে প্রায় ১ লক্ষ টাকা। অভিনেত্রী লিখেছেন, ''কী ধরনের কেলেঙ্কারি চলছে বুঝতে পারছি না। শুধু জুন মাসে প্রায় ১ লক্ষ টাকা ইলেকট্রিক বিল। কেন? কীসের ভিত্তিতে? লকডাউনে মিটার চেক করা যায়নি বলে।''

5/7

পাহাড় পরিমাণ বিল হাতে পেয়েছেন রেণুকা সাহানে। রেণুকা টুইটারে লিখেছেন, ''গত ৯ মে আমি বিল পেয়েছিলাম, ৫,৫১০টাকা। পরে মে ও জুন মিলিয়ে আমার কাছে বিল এসেছে ২৯,৭০০ টাকা। যেখানে দেখানো হচ্ছে মে মায়ে ১৮,০৮০ চার্জ করা হয়েছে। ৫, ১১০টা কীভাবে ১৮,০৮০ হয়ে গেল বুঝতে পারলাম না। ''

6/7

তিন মাসের লকডাউন, আর তাপসী পন্নুর ফ্ল্যাটে যে পরিমাণ বিদ্যুতের বিল এসেছে, তাতে চক্ষু চড়কগাছ অভিনেত্রীর।  তিনি লিখেছেন, ''তিন মাসের লকডাউন, তার উপর অ্যাপার্টমেন্টটি কেনার পর গত মাস থেকেই থাকতে শুরু করেছি। তাতেই এত বিল! কীসের হিসেবে, কীভাবে এই বিল ধার্য করা হচ্ছে।'' আরও একটি টুইটে তাপসী লিখেছেন, ''এই অ্যাপার্টমেন্টটি কেনার পর থেকে এখানে কেউ থাকে না। শুধু পরিষ্কারের জন্য সপ্তাহে একবার আসা হয়। তাহলে কেউ অ্যাপার্টমেন্টটি ব্যবহার করছেন? সত্যিই চিন্তিত, আমাকে একটু বুঝিয়ে বলবেন।'' তাপসীর ফাঁকা ফ্ল্যাটে তিন মাসের বিল প্রায় এসেছে ৩৬ হাজার টাকা।

7/7

তাপসী পন্নুর সঙ্গে সহমত প্রকাশ করে পুলকিত সম্রাট লিখেছেন তাঁর বিল এসেছে ৩০ হাজার টাকা। এটা কীধরনের মজা!