My bill’s 30,000/- too!!!!!!! Kya mazaak hai!!?!
— Pulkit Samrat (@PulkitSamrat) June 28, 2020
লকডাউনের মধ্যে বলি তারকাদের বাড়িতে বিশাল অঙ্কের বিদ্যুতের বিল। যা দেখে চক্ষু চড়কগাছ তারকাদের। কীভাবে কিসের ভিত্তিতে এই অঙ্কের বিল এসেছে বুঝে উঠতে পারছেন না তারকারা। এবিষয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক তারকা। সোহা আলি খান, তাপসী পন্নু, নেহা ধুপিয়া, হুমা কুরেশি থেকে শুরু করে এই তালিকায় রয়েছেন আরও অনেকেই। হুমা লিখেছেন, ''কী হিসাবে বিদ্যুতের বিল নেওয়া হচ্ছে বুঝতে পারছি না। গত মাসে দিয়েছি ৬ হাজার টাকা। আর এমাসে ৫০ হাজার! বিদ্যুতের নতুন দাম কত জানাবেন একটু। ''
What are these new electricity rates ?? @Adani_Elec_Mum Last month I paid 6k .. and this month 50 k ????!!! What is this new price surge ?? Kindly enlighten us
— Huma S Qureshi (@humasqureshi) June 29, 2020
TRENDING NOW
Are we just meant to accept these inflated electricity rates and pay them? @Adani_Elec_Mum we have received a bill that is three times our usual amount. Could you please explain?
— Soha Ali Khan (@sakpataudi) July 1, 2020
Yes .... same here .. can someone reply from @Adani_Elec_Mum so that we are not left in the “dark” ... https://t.co/eM29NwVkFp
— Neha Dhupia (@NehaDhupia) July 1, 2020
So what kind of scam is @Adani_Elec_Mum conducting in mumbai? June electricity bill close to 1lakh... (based on their "estimates" since they could not do meter reading during lockdown) hearing lots of similar complaints from Mumbaikars.
— Karthika Nair (@KarthikaNair9) June 25, 2020
@AdaniOnline @CMOMaharashtra
Dear @Adani_Elec_Mum I got a bill of Rs5510/= on the 9th of May while in June I got a bill of Rs 29,700 combining May & June where you've charged me Rs 18080 for the month of May. How did Rs.5510/= become Rs.18080/=? pic.twitter.com/64zlmNe8Qo
— Renuka Shahane (@renukash) June 28, 2020
তিন মাসের লকডাউন, আর তাপসী পন্নুর ফ্ল্যাটে যে পরিমাণ বিদ্যুতের বিল এসেছে, তাতে চক্ষু চড়কগাছ অভিনেত্রীর। তিনি লিখেছেন, ''তিন মাসের লকডাউন, তার উপর অ্যাপার্টমেন্টটি কেনার পর গত মাস থেকেই থাকতে শুরু করেছি। তাতেই এত বিল! কীসের হিসেবে, কীভাবে এই বিল ধার্য করা হচ্ছে।'' আরও একটি টুইটে তাপসী লিখেছেন, ''এই অ্যাপার্টমেন্টটি কেনার পর থেকে এখানে কেউ থাকে না। শুধু পরিষ্কারের জন্য সপ্তাহে একবার আসা হয়। তাহলে কেউ অ্যাপার্টমেন্টটি ব্যবহার করছেন? সত্যিই চিন্তিত, আমাকে একটু বুঝিয়ে বলবেন।'' তাপসীর ফাঁকা ফ্ল্যাটে তিন মাসের বিল প্রায় এসেছে ৩৬ হাজার টাকা।
And this one is for an apartment where no one stays n it’s only visited once in a week for cleaning purpose @Adani_Elec_Mum I am now worried if someone is actually using the apartment without our knowledge and you have helped us uncover the reality pic.twitter.com/GeBQUSJaft
— taapsee pannu (@taapsee) June 28, 2020