Happy Birthday Taimur Ali Khan: 'তৈমুর আমার থেকেও বেশি জনপ্রিয়',অকপট ঠাকুরমা শর্মিলা ঠাকুর

Dec 20, 2021, 13:48 PM IST
1/11

শুভ জন্মদিন

Happy Birthday

নিজস্ব প্রতিবেদন: জন্মের পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে তৈমুর আলি খান। তৈমুরের এক ঝলকেই মন ভরে যায় নেটিজেনদের। সোমবার পাঁচ বছরে পা দিল ছোট্ট তৈমুর।   

2/11

জনপ্রিয় তৈমুর

Famous Taimur

সোশ্যাল মিডিয়ায় তৈমুরের জনপ্রিয়তা হার মানায় যেকোনও সুপারস্টারকে। এক সাক্ষাৎকারে তৈমুরের ঠাকুরমা শর্মিলা ঠাকুর বলেছিলেন, 'তৈমুরের জনপ্রিয়তা আমার থেকে অনেক বেশি।'  

3/11

দিদির সঙ্গে

With Sara ali khan

সকাল সকালই তৈমুরের জন্য কেক নিয়ে হাজির দিদি সারা আলি খান। বাবা ও দিদির সঙ্গে কেক কাটল ছোট্ট তৈমুর। 

4/11

প্রথম পথ চলা

First Step

তৈমুরের জন্মদিনে তাঁর মা করিনা কাপুর খান তৈমুরের প্রথম হাঁটার একটি ভিডিও পোস্ট করেন।   

5/11

মায়ের শুভেচ্ছা

Mother's Wish

ভিডিওর ক্যাপশনে করিনা লিখেছেন, 'তোমার প্রথম পথ চলা আর প্রথম পড়ে যাওয়া। আমি গর্বের সঙ্গে সব রেকর্ড করেছিলাম।'  

6/11

'শুভ জন্মদিন আমার টিমটিম'

'Happy birthday Timtim'

করিনা লেখেন,''এটা তোমার প্রথম বা শেষ পতন নয়, কিন্তু আমি জানি তুমি যতবারই পড়বে ততবারই তুমি উঠে দাঁড়াবে এবং মাথা উঁচু করে এগিয়ে যাবে। কারণ তুমি আমার 'টাইগার'। শুভ জন্মদিন আমার টিমটিম। তোমার মতো আর কেউ নেই।''  

7/11

জন্মদিনের শুভেচ্ছা

Birthday Wish

করিনার পোস্টের কমেন্ট বক্সে করিশ্মা কাপুর লিখেছেন,'শুভ জন্মদিন জান'।  

8/11

জন্মদিনের শুভেচ্ছা

Birthday Wish

তৈমুরকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তার 'বুয়া' সাবা আলি খান, সোহা আলি খান পতৌদি, অভিনেতা মালাইকা আরোরা, অমৃতা আরোরা, মাসাবা গুপ্তা সহ আরও অনেকে।   

9/11

সেলিব্রেশন

Celebration

প্রতিবারই ধুমধাম করে তৈমুরের জন্মদিন সেলিব্রেট করা হয়। তবে এবছর মা করিনা কাপুর করোনা আক্রান্ত হওয়ায় কিছুটা হলেও সেলিব্রেশনে ঘাটতি পড়েছে।   

10/11

তৈমুরের ছোটবেলা

Taimur's Birthday

তৈমুরের জন্মের পর বদলে গেছে তাঁদের জীবন, একথা আগেই স্বীকার করেছিলেন সইফ ও করিনা। তার পঞ্চম জন্মদিনে করিনা ও সইফ এক সাক্ষাৎকারে বলেন,'এখন সব জায়গাতেই পাপারাৎজিদের ভিড়। তাই ক্যামেরা তৈমুরের কাছে স্বাভাবিক। তৈমুরও বাকি বাচ্চাদের মতোই'।  

11/11

দুষ্টু-মিষ্টি

Cute Baby

পাশাপাশি করিনা বলেন, 'তৈমুর খুবই দুষ্টু এবং মিষ্টি। কোথাও এক মুহূর্তও বসে না। সকালে চোখ খোলা থেকেই শুরু হয় দুষ্টুমি।'