অনির্দিষ্টকালের জন্য বন্ধ টালা ব্রিজ, সপ্তাহের শুরুতেই ভোগান্তি নিত্যযাত্রীদের

Sep 30, 2019, 10:47 AM IST
1/5

রবিবার থেকেই বাস চলাচল বন্ধ করা হয়েছে টালা ব্রিজে। আর সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তির শিকার হলেন নিত্য়যাত্রীরা। 

2/5

বেশিরভাগই জানালেন ব্রিজে বাস বন্ধ করা হলেও স্বচ্ছ কোনও তথ্যই নেই তাঁদের কাছে। কোন বাস কোন দিকে যাবে তাও জানতে পারছেন বলেই অভিযোগ যাত্রীদের।

3/5

৩০ মিনিটের রাস্তা পেরতে সময় লাগছে প্রায় দেড় ঘণ্টা। পাশাপাশি টাকাও খরচ হচ্ছে বেশি। সব মিলিয়ে সপ্তাহ শুরুতেই দুর্ভোগে পড়েছেন প্রত্যেকেই। ব্রিজ বন্ধ থাকা কালীন সাটল বা অটো রুট চালু হোক, এমনটাই চাইছেন তাঁরা।

4/5

যদিও এখনও যানজটের কোনও খবর নেই। চিড়িয়ামোড় ক্রসিং-এ বিশাল পুলিসবাহিনী মোতায়েন করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছেন তাঁরা।

5/5

উল্লেখ্য, চিড়িয়ামোড় থেকে ঘুড়িয়ে দেওয়া হচ্ছে বাস। একদিকে দমদম রোড হয়ে, নাগের বাজার, বেলগাছিয়া  হয়ে ফাইভ পয়েন্টে উঠছে বাস। অন্য়দিক শ্যামবাজার থেকে রাজবল্লভ পাড়া দিয়ে লকগেট হয়ে কাশিপুর দিয়ে ডানলপ যাচ্ছে বাস।