ভাঙা হচ্ছে টালা ব্রিজ, যানজট মোকাবিলায় কামাল কলকাতা পুলিসের
Feb 03, 2020, 11:09 AM IST
1/5
অয়ন ঘোষাল: ভাঙা হচ্ছে টালা ব্রিজ। বন্ধ যান চলাচল। যান চলাচল করছে ঘুরপথে। সপ্তাহের প্রথম কাজের দিনে টালা ব্রিজ বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় নিত্যযাত্রীরা। শনিবার থেকে শুরু হয়েছে সেতু ভাঙার কাজ।
2/5
শনি-রবিবার পরিস্থিতি মোকাবিলা করা গেলেও আজ বিকল্প রুটে যানজট এড়াতে তৎপর পুলিস প্রশাসন। তবে আজও অনেকেই সেতুর ওপর দিয়ে হেঁটে যাতায়াত করছেন, দিনদুয়েক পর সেই সুবিধাও আর থাকবে না।
photos
TRENDING NOW
3/5
শুধু ট্রাফিক বিভাগ নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বি টি রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকেই কলকাতা পুলিসের বিশেষ কমিশনার জাভেদ শামিম রয়েছেন।
4/5
১২৫ জন অতিরিক্ত ট্রাফিক সার্জেন্ট এবং প্রায় ১০০০ অতিরিক্ত ট্রাফিক কন্সটেবলের পাশপাশি রাস্তায় নেমে ট্রাফিক সামলাচ্ছেন বাস মিনিবাস মালিক সংগঠন এর সদস্যরা।
5/5
পাশাপাশি পরিবর্তিত রুটে কোন পয়েন্টে দাঁড়ালে কোন বাস পাওয়া যাবে, তাও জানিয়ে দিচ্ছেন তাঁরা। রুট ম্যাপ প্রিন্ট আউট পথ চলতি মানুষের হাতে তুলে দিচ্ছে পুলিস। সবমিলিয়ে যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিয়ে ট্রাফিক ব্যবস্থা সুগম।