কোনও গাড়ি যেতে পারছে না বলে খবর। তিন তিনটি ক্রেন এসেও ওই টাঙ্কারকে তুলতে পারেনি। ঘটনাস্থলে রয়েছে দমদম থানার পুলিস। জানা যাচ্ছে প্রমোদনগরের কাছে তরল সিমেন্ট ভর্তি ট্যাঙ্কারটি উল্টে যায় মঙ্গলবার গভীর রাতে।
photos
TRENDING NOW
3/4
পুলিস সূত্রে খবর, রাত একটা-দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, রাতে বেলঘড়িয়া এক্সপ্রেসের ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকে একের পর এক লরি। সেখানে ওভারটেক করতে গিয়েই বিপত্তি ঘটে। ডিভাইডারের উপর ওঠে যায় টাঙ্কারটি। তারপরই রাস্তার মাঝ বারবর উল্টে যায়।
4/4
স্বভাবতই প্রশ্ন উঠছে, মাঝ রাতে দুর্ঘটনা ঘটেও এখনও পর্যন্ত কেন টাঙ্কারটি সরানো গেল না? ব্যাপক যানজট তৈরি হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে প্রমোদনগর এলাকায়।