Tapsee Pannu: ‘ব্রেন সঙ্গে নিয়ে ছবি দেখতে আসুন’, কেন একথা বললেন তাপসী?

Aug 18, 2022, 19:58 PM IST
1/6

কলকাতায় টিম 'দোবারা'

শুভঙ্কর চক্রবর্তী: বৃহস্পতিবার শহর কলকাতায় হাজির একতা কাপুর, তাপসী পান্নু ও পাভেল গুলাটি। অনুরাগ কাশ্যপের আগামী ছবি দোবারার প্রচারে হাজির তাঁরা।

2/6

কলকাতায় টিম 'দোবারা'

‘সাইফাই থ্রিলার ছবি প্রথমবার করেছি। অনুরাগ কাশ্যপের সঙ্গে এটা আমার দ্বিতীয় ছবি। সবাই প্লিজ ছবিটা দেখুন’, বললেন তাপসী।  

3/6

কলকাতায় টিম 'দোবারা'

‘ব্রেন বাইরে রেখে অনেকে রিল্যাক্স মুডে সিনেমা দেখতে আসে অনেকেই। কিন্তু এই ছবি দেখতে হলে ব্রেনের ব্যবহার করতে হবে’, বললেন তাপসী পান্নু।  

4/6

কলকাতায় টিম 'দোবারা'

কলকাতার খাবার খুব পছন্দ তাপসী পান্নুর। সাংবাদিক সম্মেলনে ঢোকার আগে রোল খেয়েছি।

5/6

কলকাতায় টিম 'দোবারা'

একতা কাপুর বলেছেন, ‘কলকাতা নিয়ে প্রচুর ছবি বানিয়েছি। ২১ বার কলকাতায় এসেছি। এখানে আমার মা (কালী) আছেন। প্রতিবছর তিনবার করে কালীঘাটে আসি।’

6/6

কলকাতায় টিম 'দোবারা'

একতা কাপুর বলেন যে, এর আগে বহুবার স্ক্রিপ্ট পড়ে তাঁর ছবি রিজেক্ট করেছেন তাপসী। তবে কেন বাতিল করেছেন, তা খোলসা করেননি।