রাজ্য সরকারের উদ্যোগে তর্পণের সকালে গঙ্গাবক্ষে ভ্রমণ, দেখুন ছবি

| Sep 28, 2019, 10:10 AM IST
1/5

ভিভাডা ক্রুইজ এবং রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে ২০১৫ সাল থেকে শুরু হয়েছে গঙ্গাবক্ষে তর্পণ ও বিসর্জন দেখানর এই উদ্য়োগ।

2/5

সেই বছর থেকেই তর্পণের দিন কলকাতা ও হাওড়ার ২১টি ঘাট, বিসর্জনের দিন ২৬টি ঘাট দেখানো হয়।

3/5

তর্পণের দিন ভ্রমণের মাথাপিছু খরচ ৫০০ টাকা। থাকে জলখাবারের ব্যবস্থা। লঞ্চে করে ঘুরিয়ে দেখানো হয় উল্লেখযোগ্য ঘাটগুলি। 

4/5

বিসর্জনের দিন ভ্রমণে প্যাকেজ মাথাপিছু ১৫০০ টাকা। সময় বিকেল ৫টা থেকে রাত ১১টা। এদিনে বিকেলের স্ন্যাকসের ব্যবস্থা থাকে। এরপর থাকছে ডিনারও। 

5/5

জনপ্রিয় এই ভ্রমণে অংশ নিতে বুকিং চলে বহু আগে থেকেই। উদ্যোক্তারা জানিয়েছেন গতবার প্রায় দেড় মাস আগেই হাউস ফুল হয়ে গিয়েছিল তাঁদের আসন।