রোজ প্রায় একই জায়গায়, টানা ২০ দিন ভারতের আকাশে খালি চোখেই দেখা যাবে ধূমকেতু!
|
Jul 13, 2020, 12:42 PM IST
1/5
আগামী কাল থেকেই বিরল দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে পৃথিবী। ক্রমশ পৃথিবীর কাছে এসে পড়া ধূমকেতুর দেখা মিলবে ১৪ জুলাই, মঙ্গলবার থেকেই।
2/5
২৭ মার্চ প্রথম এই NEOWISE স্পেস টেলিস্কোপে ধরা পড়ে এই ধূমকেতুর অস্তিত্ব। তাই এটির নাম দেওয়া হয়েছে NEOWISE (C/2020 F3)।
photos
TRENDING NOW
3/5
বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৪ জুলাই থেকে টানা ২০ দিন ভারতের আকাশে খালি চোখেই দেখা যাবে ধূমকেতুকে।
4/5
ভুবনেশ্বরের পাঠানি সামন্ত প্ল্যানেটারিয়ামের ডেপুটি ডিরেক্টর সুভেন্দু পট্টনায়েক জানান, সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম আকাশে ২০ মিনিট করে দেখা যাবে এই ধূমকেতুকে। প্রত্যেকদিন একই জায়গায় দেখা যাবে সেটিকে।
5/5
পৃথিবীর যত কাছে এসে পড়বে এই ধূমকেতু, ততই স্পষ্ট ভাবে দেখা যাবে এটিকে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ২২ থেকে ২৩ জুলাই আরও স্পষ্ট ভাবে দেখা যাবে এই NEOWISE (C/2020 F3) ধূমকেতুকে।