বাজারে এসে গেল দেশি 'ফেসবুক', উদ্বোধন করলেন স্বয়ং উপরাষ্ট্রপতি
Jul 06, 2020, 14:33 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের ঘোষণা করেছিলেন। তারপর টিকটক -সহ ৫৯ টি অ্যাপ ব্যান হয়েছে দেশে। এবার এল দেশের নিজস্ব সোশাল মিডিয়া অ্যাপ "Elyments"
2/5
উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু গতকালই উদ্বোধন করেছেন এই অ্যাপের। "আর্ট অব লিভিং" বেসরকারি সংস্থার হাজারো আইটি কর্মীরা মিলে এই অ্য়াপ তৈরি করেছেন। আর্ট অব লিভিংয়ের প্রতিষ্ঠাতা স্বঘোষিত ধর্মগুরু রবিশঙ্কর। তাঁদের দাবি এটিই দেশের প্রথম সোশাল মিডিয়া সুপার অ্যাপ।
photos
TRENDING NOW
3/5
চলতি সোশাল মিডিয়া অ্যাপ অর্থাৎ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের সঙ্গে লড়তে হবে এই অ্যাপকে। অ্যাপটি ইতিমধ্যেই ১ লক্ষ বার প্লে স্টোর থেকে ডাউনলোড হয়ে গিয়েছে।
4/5
চলতি অন্যান্য অ্যাপের মতোই এই অ্যাপে একাধিক ভারতীয় ভাষা রয়েছে। রয়েছে অডিয়ো ও ভিডিয়ো কলের সুবিধা। নতুন এই অ্যাপ সংস্থার দাবি, ভারতের তথ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই এই অ্যাপ তৈরি করা হয়েছে।
5/5
অ্যাপ উদ্বোধনের সময় ভেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, দেশের অর্থনীতিকে মাথায় রেখে নতুন প্রযুক্তি ও পরিকাঠামোকে মজবুত করতে হবে।