১৪টি গুলিতে ঝাঁঝরা মণীশ, ময়নাতদন্তের পর NRS থেকে রাজভবনের পথে দেহ

Oct 05, 2020, 18:28 PM IST
1/5

অয়ন ঘোষাল: NRS হাসপাতাল থেকে বেরিয়ে রাজভবনের উদ্দেশে রওনা দিব বিজেপি নেতা মণীশ শুক্লার দেহ। এরপর শেষকৃত্যের জন্য দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। বিকেলেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় এবং কৈলাস বিজয়বর্গীয়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল হাসপাতাল চত্বর।

2/5

রাতের জমজমাট ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। হাতের নাগালে টিটাগড় থানা। আর ঠিক সেখানেই বাইকে চড়ে হানা দিল দুষ্কৃতীরা। দাপুটে বিজেপি নেতা মণীশ শুক্লাকে গুলিতে ঝাঁঝরা করে গা ঢাকা দিল চারজন। সকলের চোখের সামনেই লুটিয়ে পড়লেন মনীশ শুক্লা।    

3/5

ভরসন্ধেয় এলোপাথাড়ি বুলেট ঝাঁঝড়া করে দিল শরীর। জমজমাট রাস্তায় কয়েকশো মানুষের সামনেই খুন হয়ে গেলেন ব্যারাকপুর-টিটাগড়ের দাপুটে বিজেপি নেতা মণীশ শুক্লা।   

4/5

তড়িঘড়ি মনীশকে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। চিকিত্সার আগেই মারা যান মণীশ। রাতেই হাসপাতালে পৌছন অর্জুন সিং,সৌমিত্র খাঁ, ভারতী ঘোষরা। অর্জুন সিংয়ের দাবি, খুনের নেপথ্যে তৃণমূল আশ্রিত  দুষ্কৃতীরা।  

5/5

পাল্টা বিজেপির গোষ্ঠীকোন্দলের দিকে আঙুল তুলছে তৃণমূল। কারা খুন করল দাপুটে এই নেতাকে? নেপথ্য ঠিক কী? ইতিমধ্যেই তদন্ত ভার নিয়ে তদন্ত শুরু করেছে CID।