একঢিলে দুই পাখি! এক্স-রে প্লেটে তৈরি ফেসশিল্ড বাঁচাবে করোনা থেকে, দেখা যাবে সূর্যগ্রহণও
Jun 20, 2020, 22:28 PM IST
1/5
প্রীতম দে: এক ঢিলে দুই পাখি। করোনা রোখা আর চোখের ক্ষতি না করেই গ্রহণ দেখার ব্যবস্থা এবার খাস কলকাতায়।
2/5
ইতিমধ্যেই করোনা থেকে বাঁচতে বাজারে বেশ কিছু ফেস শিল্ড এসেছে। তবে এই ফেস শিল্ডে শুধু করোনা রোখা যাবে এমনটা নয়। এর সাহায্যে দেখা যাবে আগামিকালের সূর্যগ্রহণও।
photos
TRENDING NOW
3/5
এমনই অভিনব ডুয়াল ফেস শিল্ড বানালেন এক স্যানিটাইজার ও মাস্ক প্রস্তুতকারক।
অমিত চক্রবর্তী ও সৌরজাত বন্দ্যোপাধ্যায় এই দুই বাঙালি স্বদেশী ভাবনা থেকেই বানাচ্ছেন স্যানিটাইজার মাস্ক এবং অভিনব ফেস শিল্ড।
4/5
হঠাৎই ভাবনা এসেছিল মাথায়। সাধারণ ফেস শিল্ডেরস্বচ্ছ গার্ডের জায়গায় যদি এক্সরে প্লেট বসিয়ে দেওয়া যায় তাহলেই কেল্লা ফতে। যেমন ভাবা তেমনি কাজ। এভাবেই অভিনব পদ্ধতিতে বিক্রেতারা বানিয়ে ফেলেছে অভিনব ফেস শিল্ড।
5/5
ফলে আলাদা করে আর সূর্যগ্রহণ দেখতে গিয়ে সস্তা বাদামি চশমার দরকার হচ্ছে না। এক ঢাকনাতেই প্রতিরোধ করা যাচ্ছে দুই বাধা করোনা আর আল্ট্রাভায়োলেট রে।