1/6
2/6
হাঁসুলি বাঁককে অন্যতম পর্যটনকেন্দ্র হিসেবে তুলে ধরতে চাই পরিকল্পনা। এই উদ্দেশ্যে এ দিন হাঁসুলি বাঁক পরিদর্শনে আসেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট-সহ স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমুখ। জেলা শাসকের বক্তব্য, হাঁসুলি বাঁক প্রত্যেক বাঙালির কাছেই অত্যন্ত পরিচিত একটি নাম। এর সৌন্দর্যের কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখাতেই সকলে পড়েছেন। এখন শুধু সেটাই মানুষকে দেখার সুযোগ করে দেওয়া। অনেক ভাবনাচিন্তা রয়েছে এই হাঁসুলি বাঁক নিয়ে। যেমন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তি বসানোর কথা ভাবা হয়েছে। তৈরি করা হবে একটি ওয়াচটাওয়ার। বানানো হবে কাহারদের মূর্তিও। তৈরি হবে বসার জায়গা। সব পক্ষেরই বক্তব্য, এর প্রাকৃতিক পরিবেশ অক্ষুন্ন রেখেই হাঁসুলি বাঁককে নতুন করে সাজিয়ে তোলা হবে।
photos
TRENDING NOW
3/6
4/6
যে হাসুলি বাঁকের সৌন্দর্যের উপাখ্যান আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্যে দেখতে পেয়েছি, যার অপরূপ সৌন্দর্যের বর্ণনা আমরা ওই উপন্যাসের পাতায়-পাতায় পড়ে মুগ্ধ হয়েছি, সেই হাঁসুলি বাঁক এখন কালচে পড়া রুপোর গয়নার মতো হয়ে গেছে যেন। হাঁসুলি বাঁক তারাশঙ্করের আমলেও বারবার তার রূপ পরিবর্তন করেছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খুব কাছ থেকে তা দেখেছিলেন, অনুভব করেছিলেন এবং লিখেছিলেন।
5/6
6/6
photos