1/5
2/5
photos
TRENDING NOW
3/5
সেই প্রতিযোগিতায় ১৩ টি দেশের ২৯ জন প্রতিযোগিকে হারিয়ে তিনি জিতেছেন। তাঁর দ্রুততা দেখে বিচলিত হয়ে গিয়েছিলেন বিচারকরা। তাই একাধিকবার তাঁকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। ১৯৯৮ সালে প্রথম হয়েছিল এই প্রতিযোগিতা। এই বছর অনলাইনে জার্মান, ব্রিটেন, ফ্রান্স, গ্রিস -সহ বিভিন্ন দেশের ৩০ জন প্রতিযোগির মধ্যে প্রথম হয়েছেন ভারতের ভানু।
4/5
5/5
এই প্রথম এই প্রতিযোগিতায় স্বর্ণ পদক এলো দেশে। একথা বলে অঙ্কের জাদুকর তাঁর "ভিসন ম্যাথের" কথা প্রকাশ করেছেন। যেখানে তিনি লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে তাঁদের অঙ্ককে ভালোবাসতে শেখাবেন। নীলকন্ঠের বাবা ছেলের এই সাফল্যে খুশি। তাঁর কথা অনুযায়ী, "ভানু প্রমাণ করেছে সে দেশের গর্ব। প্রথম ভারতীয় হিসেবে এই প্রতিযোগিতায় স্বর্ণ পদক আনল।"
photos