1/10
2/10
ম্যানগ্রোভ অরণ্যের এই ইকোসিস্টেম উপকূলবর্তী মানুষকে প্রভূত সাহায্য করে। তাঁদের খাদ্যসুরক্ষা বা স্বাস্থ্যরক্ষার ক্ষেত্রে এর গভীর অবদান। ম্যানগ্রোভ অরণ্যের এই অবদানের কথা মাথায় রেখেই একটি দিন ঠিক করা হয়েছে যেদিন মানুষ ম্যানগ্রোভ সংরক্ষণের শপথ নেবে। সেই দিনটি আজ। ২৬ জুলাই। আজই বিশ্ব জুড়ে পালিত হয় The International Day for the Conservation of the Mangrove Ecosystem।
photos
TRENDING NOW
3/10
4/10
5/10
6/10
7/10
কিন্তু এত কিছুর পরেও রক্ষা পাচ্ছে না ম্যানগ্রোভ। পৃথিবীতে স্বাভাবিক অরণ্য দ্রুত বিনষ্ট হচ্ছে। কিন্তু ম্যানগ্রোভ নষ্ট হওয়ার গতি তার চেয়েও অন্তত ৩-৫ গুণ বেশি! এর ফলে প্রাকৃতিক ভারসাম্য তো নষ্ট হচ্ছেই, এর socio-economic প্রভাবও খারাপ হচ্ছে। একটা হিসেব বলছে, সারা পৃথিবীর যা মোট ম্যানগ্রোভ অরণ্য গত ৪০ বছরে তার অর্ধেকই নষ্ট হয়ে গেছে।
8/10
9/10
10/10
photos