এই পৃথিবীতে সবাই বৃহন্নলা!

Aug 18, 2018, 17:52 PM IST
1/6

1

1

পানামার পূর্ব উপকূলে গুয়ানা ইয়ালা দ্বীপ। এই দ্বীপে স্বায়ত্তশাসন চলে। এখানে লিঙ্গবৈষম্যের কোনও স্থান নেই। এই দ্বীপের বেশিরভাগ কাজই সামলান বৃহন্নলারা।

2/6

2

2

বৃহন্নলাদের এখানে ওমেগিড বলা হয়। এই দ্বীপে বৃহন্নলারা আর পাঁচজন স্বাভাবিক মানুষের মতোই জীবন-যাপন করেন। সমাজের বিভিন্ন সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন তাঁরা। 

3/6

3

3

এই দ্বীপে বৃহন্নলারা মেয়েদের মতোই সাজেন। মেয়েদের মতোই পোশাক পরেন বেশিরভাগ। গুনার ইতিহাসে নাকি বরাবরই প্রাপ্ত সম্মান পেয়ে এসেছেন বৃহন্নলারা।

4/6

4

4

এই দ্বীপে বৃহন্নলাদের জন্য সমাজে আলাদা সম্মান রয়েছে। এখানে তাঁদের কেউ বাঁকা চোখে দেখে না। এমনকী, দ্বীপে যে কয়েকজন পুরুষ রয়েছেন তারাও এই বৃহন্নলাদের প্রাপ্ত সম্মান ও কৃতিত্ব দেন।

5/6

5

5

কেউ মাছ ধরেন, কেউ চাষ করেন, কেউ আবার শিকারে যান। এই দ্বীপে বৃহন্নলারাই সমাজের সর্বস্তর সামলান। 

6/6

6

6

এই দ্বীপের বৃহন্নলারা সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। তবে এই দ্বীপে নকশা করা জামাকাপড় বা ঘর সাজানোর জিনিস তৈরি হয়। তাই বেশিরভাগ বৃহন্নলা এমব্রয়ডারির কাজই করে থাকেন।