Weight Loss: সুস্থ থাকার চাবিকাঠি, এই ৭ পানীয় ওজন কমাবে চোখের নিমেষে

ডায়েট করেও ওজন কমছে না? নিজের লাইফস্টাইলে আনুন কিছু সহজ পরিবর্তন। সামান্য শরীরচর্চা ও চুমুক দিন কিছু তরল পানীয়তে।   গ্রীন টি থেকে আমলা জুস সহ অন্যান্য তরল পানীয় মেটাবলিসম প্রক্রিয়া বাড়াতে এবং খিদে কমাতে সাহায্য করে, ওজন কমাতেও সাহায্য করে।

Jun 15, 2023, 13:39 PM IST
1/7

ফলের রস

Fruit juice

যেকনও ধরনের ফলের রস ওজন কমানোর জন্য উপকারী।

2/7

জিরের জল

Jeera water

জিরার জলে ক্যালোরির মাত্রা হচ্ছে ৭।  জিরের জলের সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার পান করে দেখুন নিমেষে কমবে আপনার ওজন।

3/7

নারকেলের জল

Coconut water

নারকেলের জলে থাকে প্রচুর পরিমাণের পটাসিয়াম। গরমে মেদ ঝড়াতে নারকেলের জল হয়ে উঠতে পারে আপনার ওজন কমানোর চাবিকাঠি ।

4/7

ভেজিটেবল স্যুপ

Vegetable soup

ভেজিটেবল স্যুপ ওজন কমাতে সাহায্য করে।  

5/7

আদা চা

Ginger tea

সর্দি কাশি, আর্থারাইটিস সারাতে সাহায্য করে আদা। আদা চায়ে ক্যালোরির মাত্রা হচ্ছে ৪৩।

6/7

অ্যাপেল সাইডার ভিনিগার

Apple Cider Vinegar

অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে আছে অ্যাসিটিক অ্যাসিড যা ওজন কমাতে, ইনসুলিনের মাত্রা কমাতে,মেদ ঝড়াতে ও মেটাবলিসম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। 

7/7

গ্রীন টি

Green tea

রিসার্চ বলছে গ্রীন টি সাহায্য করে ওজন কমাতে কারণ গ্রীন টির মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্টস এবং উপকারী পদার্থ। ওজন কমাতে ও মেদ ঝড়াতেও সাহায্য করে গ্রীন টি।