গাছের তলায় পড়াশোনা করে আজ বিশ্বের সেরা Billionaire জয় চৌধুরি

Mar 03, 2021, 17:14 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: জয় চৌধুরি, বয়স এখন ৬২, তিনি cybersecurity firm Zscaler এর মালিক। ২০২১ সালে বিশ্বের প্রথম সারির ধনী ব্যক্তিদের মধ্যে ১ জন।   Hurun Global Rich list 2021 এর প্রথম ১০ জনের মধ্যেই নাম রয়েছে জয় চৌধুরির। 

2/5

কথায় আছে কারর পৌষ মাস তো কারর সর্বনাশ। মহামারীর সময়ে Zscaler লাভের মুখে দেখে। কারণ, এই সময় অনলাইনে যাবতীয় কাজ শুরু হয়। যার জন্য প্রয়োজন হয় সাইবার নিরাপত্তার।  Zoom থেকে Netflix যাবতীয় সব প্ল্যাটফর্মের সিকিউরিটি বিষয়ে কাজ করেছে   Zscaler। ফলে মুনাফাও চর চর করে বেড়ে গিয়েছে। 

3/5

তবে  সাফল্যের শীর্ষে পৌঁছানো অতটাও সহজ ছিল না। হিমাচল প্রদেশের উনা জেলার  বাসিন্দা তিনি।  তিনি যখন পড়াশোনা করতেন তখন গ্রামে বিদ্যুৎ ছিল না। গাছের তলায় বসে পড়াশোনা করতে হত তাঁকে। 

4/5

 রোজ স্কুল পৌঁছাতে প্রায় ৪ কিমি হাঁটতে হত। এখন তিনি আমেরিকার বাসিন্দা। ২০০৮ সালে তৈরি করেন Zscaler। 

5/5

IIT BHU থেকে পড়াশোনা করার পর Cincinnati বিশ্ববিদ্যালয় থেকে MBA  করেন ।