২১ জুলাইয়ের ধর্মতলা টানছে তৃণমূল নেতা-কর্মী-সমর্থকদের। কিন্তু এবারের ২১ পুরোটাই ভার্চুয়াল। করোনাভাইরাস পরিস্থিতি মাথায় রেখে তাই ভার্চুয়াল মঞ্চ থেকেই বার্তা রাখবেন দলনেত্রী। আড়ম্বরহীন ছোট মঞ্চে ছিলেন শুধুই দলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা।
2/5
অন্যান্যবারের মত বিশাল মঞ্চ নয়, এবারের মঞ্চটা পুরোটাই অনলাইন। তাই সবুজ চওড়া পোডিয়ামের মতো মঞ্চ। তবে, আয়োজন ছোট হলেও "হৃদয় দিয়ে তৈরি সভা এবারের," বললেন পার্থ চট্টোপাধ্যায়।
photos
TRENDING NOW
3/5
শহীদ দিবস স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন সুব্রত মুখোপাধ্যায়ের।
4/5
এদিন একুশের মঞ্চ থেকে রাজ্যপালকে বাক্যবাণে বিঁধলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। "রাজ্যপাল পদের মহিমা আপনি রক্ষা করতে পারছেন না," বলেন তিনি।
5/5
করোনা পরিস্থিতিতে কোনও কর্মী-সমর্থক যাতে অযথা জড়ো না হন, সে দিকেও ছিল কড়া নজরদারি। বলাই বাহুল্য, উপস্থিতদের মাস্ক ছিল বাধ্যতামূলক।