নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় দফায় ভ্যাকসিন কোভিশিল্ড এল রাজ্যে। এই ভ্যাকসিন দ্বিতীয় ডোজ বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
2/5
১২ জানুয়ারি রাজ্যে এসেছিল প্রায় সাত লক্ষ টিকা। প্রায় সম সংখ্যক ডোজের টিকা এল দ্বিতীয় দফাতেও। ৬ লক্ষ ৯৯ হাজার ভ্যাকসিন ডোজ এসেছে।
photos
TRENDING NOW
3/5
বলা যায়, এখন রাজ্যের হাতে রয়েছে দুটি ডোজের টিকা। অর্থাৎ নির্দিষ্ট দিনের পরই টিকা দেওয়ার পরবর্তী তারিখ আগাম ঠিক করা যাবে।
4/5
কিন্তু টিকা নিতে অনীহা দেখা গিয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনেকেই নিতে চাইছেন না টিকা। কতটা কার্যকরি, কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা স্পষ্ট করেনি ভ্যাকসিন নির্মাতা।
5/5
শুরুতেই টিকাকরণ একটা ধাক্কা খেয়েছে বলা যেতে পারে। যার মধ্যে co-win অ্যাপের সমস্যা নিয়ে অভিযোগের সুর স্বাস্থ্যকর্মীদের কথায়।