মধ্যবিত্তের জন্য দুর্দান্ত ফিচারের সঙ্গে আসছে Poco M3, রয়েছে ৬০০০ mAh ব্যাটারি ৪৮Mp ক্যামেরা

Jan 28, 2021, 19:49 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: Poco M3 ২ ফেব্রুয়ারি লঞ্চ হবে ভারতে। একটি ভিডিও শেয়ার করে টুইটারে জানিয়েছে স্মার্টফোন নির্মাতা। নভেম্বরে গ্লোবালি লঞ্চ হলেও ভারতের স্মার্টফোন প্রেমীরা এই ফোনের নাগাল পায়নি।

2/8

সাধ্যের দামে পাওয়া যাবে  Poco M3। ১০ হাজার থেকে ১১ হাজারের মধ্যে দাম থাকবে এই ফোনের। একেবারে নতুন বছরের বাজেট ফোন। 

3/8

Poco M3র টিজার প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে নীল, কালো ও হলুদ রঙে পাওয়া যাবে  Poco M3। 

4/8

৬.৫৩ ইঞ্চির স্ক্রিন রয়েছে Poco M3 ফোনে। সঙ্গে পাওয়া যাবে FHD+ ও  Corning Gorilla Glass 3। এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 662 chipset সঙ্গে Adreno 610 GPU। 

5/8

৬৪ জিবির সঙ্গে ১২৮ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে  Poco M3। তিনটি ক্যামেরা রয়েছে।  ৪৮ মেগাপিক্সেলের সঙ্গে ২ মেগাপিক্সেলের depth ও macro সেন্সর রয়েছে। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। 

6/8

৬০০০ mAh ব্যাটারিতে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং । USB Type-C পোর্ট থাকছে ফোনে। 

7/8

8/8