Republic Day Parade: শুরু হল কুচকাওয়াজের মহড়া, আংশিক যান নিয়ন্ত্রণ রেড রোডে

Jan 17, 2023, 10:37 AM IST
1/8

আংশিক যান নিয়ন্ত্রণ জারি হল রেড রোডে

আংশিক যান নিয়ন্ত্রণ জারি হল রেড রোডে

অয়ন ঘোষাল: সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ মহড়ার জন্য আজ ভোর থেকে আংশিক যান নিয়ন্ত্রণ জারি হল রেড রোডে। 

2/8

কবে বন্ধ রাস্তা?

কবে বন্ধ রাস্তা?

১৭, ১৮, ২০ এবং ২১ জানুয়ারি ভোর ৪ টে থেকে সকাল ৯ টা পর্যন্ত সমস্ত রকম যান চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে রেড রোড। ৯ টার পর রাস্তা খুলে দেওয়া হবে।

3/8

চুড়ান্ত মহড়া

চুড়ান্ত মহড়া

২২ এবং ২৪ জানুয়ারি চুড়ান্ত মহড়ার জন্য সকাল সাড়ে ৬ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড। 

4/8

কবে বন্ধ পুরো রাস্তা

কবে বন্ধ পুরো রাস্তা

২৫ তারিখ দুপুর থেকে ২৬ তারিখ প্যারেড শেষ না হওয়া পর্যন্ত রেড রোড ছাড়াও লাগোয়া কিছু রাস্তা বন্ধ থাকবে।

5/8

কোন কোন রাস্তা বন্ধ

কোন কোন রাস্তা বন্ধ

যে রাস্তা বন্ধ থাকবে সেগুলি হল হসপিটাল রোড, লাভার্স লেন, কুইনস ওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ, পলাশী গেট রোড, খিদিরপুর রোড (আংশিক), রানি রাসমণি অ্যাভিনিউ (দক্ষিণ ভাগ)। 

6/8

ঘুরে যাবে বিবাদী বাগ গামী গাড়ি

ঘুরে যাবে বিবাদী বাগ গামী গাড়ি

এই রাস্তাগুলি থেকে ঘুরে দেওয়া হবে বিবাদী বাগ গামী গাড়ি। এই গাড়িগুলি অন্য রাস্তা দিএ যাবে বলে জানা গিয়েছে। 

7/8

কোন রাস্তায় যাবে বিবাদী বাগ গামী গাড়ি

কোন রাস্তায় যাবে বিবাদী বাগ গামী গাড়ি

আলিপুর রোড, বেলভেডিয়ার রোড, জিরাট ব্রিজ, ডি এল খান রোড, এ জে সি বোস রোড, সেন্ট জর্জ ঘাট, স্ট্যান্ড রোড, অকল্যান্ড রোড, কিংস ওয়ে। হরিশ মুখার্জি রোড দিয়ে আসা গাড়ীগুলি যাবে ক্যাথিড্রাল রোড ও মেয়ো রোড হয়ে। 

8/8

কোন রাস্তায় যাবে দক্ষিণমুখী গাড়ীগুলি যাবে

কোন রাস্তায় যাবে দক্ষিণমুখী গাড়ীগুলি যাবে

হাওড়া, স্ট্যান্ড রোড, এসপ্ল্যানেড ইস্ট, রানি রাসমণি অ্যাভিনিউ, জহরলাল নেহরু রোড, মেয়ো রোড, ডাফরিন রোড, আউট্রাম রোড, কিংসওয়ে দিয়ে।