মহার্ঘ্য জ্বালানি, নিত্য প্রয়োজনীয় জিনিসের আরও দাম বাড়ার আশঙ্কায় মধ্যবিত্ত

Dec 05, 2020, 12:13 PM IST
1/4

নিজস্ব প্রতিবেদন: সপ্তাহান্তে ফের বাড়ল জ্বালানির দাম। নিঃশব্দে একটু একটু করে বেড়ে চলেছে জ্বালানির দাম।  গতকালের তুলনায় ২৬ পয়সা বেড়ে আজ কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম হয়েছে ৮৪ টাকা ৬৩ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। 

2/4

কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম যাচ্ছে ৭৬ টাকা ৮৯ পয়সা। অল্প অল্প করে বাড়ায় নজর এড়িয়ে যাচ্ছে জ্বালানির দাম। গত দু-সপ্তাহে পেট্রোলের দাম হয়েছে ২ টাকা ৪ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ২ টাকা ৯০ পয়সা।

3/4

অন্যদিকে রান্নার গ্যাসের দাম একলাফে বেড়েছে ৫০ টাকা। সুতরাং মনে করা হচ্ছে, হু হু করে বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম।কলকাতায় রান্নার গ্যাসের দাম হল ৬৭০ টাকা ৫০ পয়সা। 

4/4

প্রসঙ্গত, লিটার প্রতি ৩ থেকে ৬ টাকা পর্যন্ত আবগারী শুল্ক চাপতে পারে কেন্দ্র। কোভিড-১৯ তহবিলে অর্থ জোগান দেওয়ার জন্যই পেট্রোল-ডিজেলের ওপর আবগারী শুল্ক অনেকটাই বাড়াতে পারে কেন্দ্র।