1/5
সবজির চড়া দাম

অয়ন ঘোষাল: কোনো বড় প্রাকৃতিক বিপর্যয় নেই। নেই সুপার সাইক্লোন, অতি বৃষ্টি অথবা অনাবৃষ্টি। জেলায় জেলায় কিষান মান্ডিতে সবজির দাম গতবারের থেকে কম। কিন্তু কলকাতার বাজারে ঢোকার পর সেই দাম দেখে চোখ চড়কগাছ মধ্যবিত্ত মানুষের। আদতে পুজোর আগে অকালে শীতের সবজি যে চড়া দামে তারা কিনেছেন, সেই দাম এখনও বহাল কলকাতার বাজারে বাজারে।
2/5
সবজির চড়া দাম

3/5
সবজির চড়া দাম

বিচিত্র বিষয় হল, চলতি বছরের দুর্গাপুজোর আগে পরে মোটের ওপর এই সবজিগুলির এই দামই ছিল। দুই একটি ব্যতিক্রম বা পাঁচ সাত টাকা এদিক ওদিক হয়েছে দুইএকটি সবজির ক্ষেত্রে। অথচ পাইকারি হিসেব বলছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবার সবজির ফলন অত্যন্ত আশাব্যঞ্জক। বিশেষত কলকাতায় যে সমস্ত পাশ্ববর্তী জায়গা থেকে সবজি আসে, সেখানে সবজি উপচে পড়ছে। তাহলে কলকাতার বাজারে দাম কমছে না কেন?
4/5
সবজির চড়া দাম
