তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে! পৃথিবীর উচ্চতম বুথে পড়ল ১০০ শতাংশ ভোট! কোথায় জায়গাটি?
The World's Highest Polling Station: মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বরফজমানো ঠান্ডাকঠিন পরিবেশ। এহেন তীব্র প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে যখন ঘর থেকে বেরনোর আগে মানুষ ১০ বার ভাবে তখন সেই প্রাকৃতিক পরিবেশেই মানুষ সোৎসাহে বেরিয়ে ভোট দিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বরফজমানো ঠান্ডাকঠিন পরিবেশ। এহেন তীব্র প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে যখন ঘর থেকে বেরনোর আগে মানুষ ১০ বার ভাবে তখন সেই প্রাকৃতিক পরিবেশেই মানুষ সোৎসাহে বেরিয়ে ভোট দিলেন। শুধু দিলেনই না, একেবারে ১০০ শতাংশ ভোট পড়ে গেল। ভোট ছিল ৩০ অক্টোবর।
2/6
মোট ৪৭ জন ভোটার
photos
TRENDING NOW
photos