তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে! পৃথিবীর উচ্চতম বুথে পড়ল ১০০ শতাংশ ভোট! কোথায় জায়গাটি?

The World's Highest Polling Station: মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বরফজমানো ঠান্ডাকঠিন পরিবেশ। এহেন তীব্র প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে যখন ঘর থেকে বেরনোর আগে মানুষ ১০ বার ভাবে তখন সেই প্রাকৃতিক পরিবেশেই মানুষ সোৎসাহে বেরিয়ে ভোট দিলেন।

| Nov 12, 2022, 19:43 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বরফজমানো ঠান্ডাকঠিন পরিবেশ। এহেন তীব্র প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে যখন ঘর থেকে বেরনোর আগে মানুষ ১০ বার ভাবে তখন সেই প্রাকৃতিক পরিবেশেই মানুষ সোৎসাহে বেরিয়ে ভোট দিলেন। শুধু দিলেনই না, একেবারে ১০০ শতাংশ ভোট পড়ে গেল। ভোট ছিল ৩০ অক্টোবর। 

1/6

পৃথিবীর উচ্চতম পোলিং বুথ

ঘটনাটি ঘটেছেও ভৌগোলিক ভাবে এক বিরল জায়গায়-- পৃথিবীর উচ্চতম পোলিং বুথ।

2/6

মোট ৪৭ জন ভোটার

এখানে রয়েছেন মোট ৪৭ জন ভোটার। এর মধ্যে ২৯ জন পুরুষ ও ১৮ জন মহিলা। এঁরা সকলেই ভোট দান করেছেন। 

3/6

হিমাচলের তাসিগাঙ্গ

এটি হিমাচলের তাসিগাঙ্গ গ্রাম। গ্রামটি ১৫,২৫৬ ফুট উচ্চতায়।  

4/6

সুষ্ঠু ভোটগ্রহণ

পাঁচজন পোলিং অফিসার শনিবার এখানে ভোটগ্রহণ করেছেন।

5/6

লাহুল-স্পিতি জেলায়

লাহুল-স্পিতি জেলার এই অঞ্চলটি মান্ডি লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে। 

6/6

মান্ডি লোকসভা কেন্দ্র

গত ৩০ অক্টোবর ছিল মান্ডি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। ফলও প্রকাশিত।