মানিব্যাগ অপরিচ্ছন্ন করে রাখার অভ্যেস রয়েছে! ভয়ানক ক্ষতি হতে পারে বলে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা

Jul 26, 2021, 19:43 PM IST
1/6

সকলেরই কমবেশি মানিব্যাগ ব্যবহার করার অভ্যাস রয়েছে

Everyone has a habit of using wallets

নিজস্ব প্রতিবেদন: সকলেরই কমবেশি মানিব্যাগ ব্যবহার করার অভ্যাস রয়েছে কিন্তু Wallet ব্য়বহার করতে গেলে কয়েকটা নিয়ম মাথায় রাখতেই হয়। মানিব্যাগে  শুধু টাকা নয়, তাতে থাকে অনেক দরকারি জিনিসপত্র। কেউ মানিব্যাগের ভিতরে ঠাকুরের ছবি রাখতে পছন্দ করে, কেউ আবার প্রিয়জনের ছবি ভিতরে রাখতে ভালবাসেন। বিজনেস কার্ড, ATM স্লিপ, দোকানের বিল থেকে নানা রকমের দরকারি জিনিস থাকে Walletএ।     

2/6

কয়েকটি জিনিস মানিব্যাগে একেবারেই রাখা উচিত নয়

A few things should not be kept in the wallet at all

বাস্তু বিশেষজ্ঞদের মতে, বেশ কয়েকটি জিনিস মানিব্যাগে একেবারেই রাখা উচিত নয়।

3/6

টাকা মানে লক্ষ্মীর দান

Money means Lakshmi's gift

মনে করা হয়, টাকা মানে লক্ষ্মীর দান, তাই ছেঁড়া টাকার নোট মানিব্যাগে রাখলে আর্থিক ক্ষতি হতে পারে।

4/6

প্রিয়জনের ছবি Wallet রাখার অভ্যাস রয়েছে

অনেকেরই প্রিয়জনের ছবি Wallet রাখার অভ্যাস রয়েছে তবে বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন, পুরনো ছবিও মানিব্যাগে রাখা উচিত নয় কারণ অতীত মানেই পিছু টান। মনে করা হয়, এতে উন্নতির পথে বাধার সৃষ্টি হয়। জীবনে নানা অশান্তি লেগে থাকে এই কারণে।

5/6

অপ্রয়োজনীয় কাগজ রাখার অভ্যাস রয়েছে

There is a habit of keeping unnecessary paper

অনেকেরই Wallet এ অপ্রয়োজনীয় কাগজ রাখার অভ্যাস রয়েছে, মানিব্যাগের ভিতরে বাজেভাবে কাগজ রাখলে ব্যগটি অপরিষ্কার তো হয়ই পাশাপাশি মনে করা হয়, অর্থের অপচয়ও হয়।

6/6

মানিব্যাগটিও পরিচ্ছন্ন রাখা উচিত

The wallet should also be kept clean

Pandemic পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাই মানিব্যাগটিও যতটা পারবেন পরিচ্ছন্ন রাখবেন। পারলে টাকা ও পয়সা আলাদা জায়গায় রাখবেন। এতে হিসেব থাকবে কত টাকা আপনার মানিব্যাগে রয়েছে। ফলে আচমকা বেশি খরচা করতে পারবেন না। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন,  মানিব্যাগে দেবী লক্ষ্মীর (Goddess Lakshmi) ছবি রাখা যেতে পারে। অনেকে আবার শ্রী যন্ত্রের ছবিও রাখেন। তাঁদের বিশ্বাস, এতে সুখ ও সমৃদ্ধি দু’টোই বৃদ্ধি পায়।