জানেন, একদিনের ক্রিকেটে এই ব্যাটসম্যানরা একটাও ছক্কা মারেননি!

Sep 06, 2018, 19:22 PM IST
1/5

এই ব্যাটসম্যানরা একটাও ছক্কা মারেননি!

batsmen without a six in their ODI careers 1

ক্যালম ফার্গুসন- অস্ট্রেলিয়ার হয়ে ৩০টা একদিনের ম্যাচ খেলেছেন। কিন্তু একটাও ছক্কা হাঁকাননি কখনও। ২০১১-তে তিনি শেষবার জাতীয় দলের হয়ে একদিনের ম্যাচ খেলেছেন।

2/5

এই ব্যাটসম্যানরা একটাও ছক্কা মারেননি!

batsmen without a six in their ODI careers 2

জিওফ্রে বয়কট- ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান একটা সেঞ্চুরি ও নটা হাফ সেঞ্চুরি করেছেন। কিন্তু ছক্কা মারেননি।

3/5

এই ব্যাটসম্যানরা একটাও ছক্কা মারেননি!

batsmen without a six in their ODI careers 3

মনোজ প্রভাকর- ১২ বছরের কেরিয়ার। খেলেছেন ১৩০টা একদিনের ম্যাচ। দুটো সেঞ্চুরি ও ১১টা হাফ সেঞ্চুরি করেছেন। তবে একদিনের ক্রিকেটে ছক্কা হাঁকাননি কখনও।

4/5

এই ব্যাটসম্যানরা একটাও ছক্কা মারেননি!

batsmen without a six in their ODI careers 4

থিলান সমরাবীরা- ৫৩টা একদিনের ম্যাচ খেলেছেন। দুটো সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। কিন্তু একদিনের ক্রিকেটে কখনও একটাও ছয় মারেননি শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান।

5/5

এই ব্যাটসম্যানরা একটাও ছক্কা মারেননি!

batsmen without a six in their ODI careers 5

ডিওন ইব্রাহিম- জিম্বাবোয়ের এই ব্যাটসম্যান টেস্ট ও একদিনের ক্রিকেটে কখনও একটাও ছক্কা মারেননি। ৮২টা একদিনের ম্যাচ ও ২৯টা টেস্ট খেলেছেন তিনি। একদিনের ক্রিকেটে একটা সেঞ্চুরিও করেছেন।