১৯ ডিসেম্বর উড়বে কোটি কোটি টাকা, ভাগ্যের চাকা হয়তো ঘুরবে না এই ক্রিকেটারদের!

Dec 05, 2019, 14:07 PM IST
1/5

অবিক্রিত থাকবেন যাঁরা

অবিক্রিত থাকবেন যাঁরা

১৯ ডিসেম্বর কলকাতায় প্রথমবার বসবে আইপিএলের নিলামের আসর। কোটি কোটি টাকার বিনিময়ে ক্রিকেটাররা দল পাবেন। কিন্তু এই ক্রিকেটারদের ভাগ্যের চাকা হয়তো এবার ঘুরবে না। কারণ, তাঁদের অফ ফর্ম ও অতিরিক্ত বেস প্রাইজ। 

2/5

অবিক্রিত থাকবেন যাঁরা

অবিক্রিত থাকবেন যাঁরা

ফর্মে থাকা ক্রিকেটারকে দলে পেতে কোটি কোটি টাকা খরত করতেও ভাববেন না ফ্র্যাঞ্জাইজি কর্তারা। কিন্তু অফ ফর্ম-এর ক্রিকেটারদের অবিক্রিত থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্ম নিলামে সব থেকে বেশি প্রাধান্য পাবে। সেক্ষেত্রে দু কোটি টাকা বেস প্রাইজে থাকা তিন ক্রিকেটারের দল পাওয়া মুশকিল। 

3/5

অবিক্রিত থাকবেন যাঁরা

অবিক্রিত থাকবেন যাঁরা

২০১১ সালে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকে দলে নিয়েছিল পুণে। সেই সময় তাঁর অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকও হয়নি। মিচেল মার্শের এবার বেস প্রাইজ দু কোটি টাকা। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট মার্শ দুরন্ত পারফর্ম করেছিলেন। তবে আবার তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে। ফলে তাঁর নিলামে দল পাওয়া নিয়ে সংশয় থাকছে। 

4/5

অবিক্রিত থাকবেন যাঁরা

অবিক্রিত থাকবেন যাঁরা

টেস্ট ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেছেন অজি পেসার জোস হ্যাজলউড। তবে টি-২০ ক্রিকেটে তিনি বড় নাম নন। খেলেননি কোনও ফ্র্যাঞ্চাইজি লিগ। এদিকে, তাঁর বেস প্রাইজ এবার দু কোটি। ফলে তাঁরও অবিক্রিত থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। 

5/5

অবিক্রিত থাকবেন যাঁরা

অবিক্রিত থাকবেন যাঁরা

শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজের বেস প্রাইজ এবার দু কোটি। ২০১৭ সালে শেষবার আইপিএল খেলেছিলেন তিনি। সেবার তিন ম্যাচে ৩২ রান করেছিলেন তিনি। তাঁর সেই পারফরম্যান্সের বিচারে কোনও দল তাঁকে দু কোটি টাকা বেস প্রাইজে দলে নেবে কি না সন্দেহ থেকেই যাচ্ছে।