Unemployment Rate In India: বিজেপিশাসিত এই রাজ্যে সবচেয়ে বেশি বেকার, সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্য়ে কোথায় বেকারত্বের হার সবচেয়ে কম? 

Mar 28, 2022, 19:11 PM IST
1/6

কোথায় বেকারত্বের হাত সবচেয়ে কম? কোথায় সবচেয়ে কম?

Unemployment 1

  নিজস্ব প্রতিবেদন: দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্য়ে কোথায় বেকারত্বের হার সবচেয়ে কম? কোথায় সবচেয়ে কম? কোথায় কত শ্রম উৎপাদন হয়? সংসদে জানালেন মন্ত্রী ভূপেন্দ্র যাদব (Union Labour Minister Bhupender Yadav)।

2/6

কী বলছে সিএমআইই (CMIF)-এর রিপোর্ট?

Unemployment 2

সংসদে সিএমআইই (CMIF)-এর রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব (Union Labour Minister Bhupender Yadav)। তিনি জানান, শেষ সাত বছরে দেশে ২২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে।  

3/6

বেকারত্বের হার সবচেয়ে কম...

Unemployment 3

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সংসদে আরও জানান, দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্য়ে ওড়িশায় বেকারত্বের হার সবচেয়ে কম। 

4/6

বেকারত্বের হার কত?

Unemployment 4

মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের রাজ্যে মাত্র ১.৪৭ শতাংশ মানুষ বেকার। ওড়িশায় শ্রম উৎপাদন হয় ৩৯.৯৬ শতাংশ।

5/6

বেকারত্বের হারে প্রথমে কে?

Unemployment 5

বেকারত্বের হারে সবার প্রথমে হরিয়ানা। সেখানে বেকারত্বের হার ২৫.৭ শতাংশ। যে রাজ্যের শাসনে রয়েছে বিজেপি (BJP)। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (Manohar Lal Khattar)। 

6/6

দ্বিতীয় কে?

Unemployment 6

দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেসশাসিত রাজস্থান। সেখানে বেকারত্বের হারে ২৪.৫ শতাংশ।