বন্যের সঙ্গে সহবাস নিজের বাড়িতেই...

Sep 22, 2018, 19:10 PM IST
1/9

বন্যের সঙ্গে সহবাস:

Reptile_1

বাড়ি তো নয়, যেন আস্ত চিড়িয়াখানা। কী নেই? ময়াল সাপ, কুমির, বিষধর নানা প্রজাতির সাপ, মাকড়সা...যিনি এই বাড়ির মালিক, বলতে পারেন তিনি হলে ফ্রান্সের ‘বনবিহারী সরকার’। 

2/9

বন্যের সঙ্গে সহবাস:

Reptile_2

নাম ফিলিপ গিলেট। বয়স ৬৭ বছর। কী কী রয়েছে তাঁর বাড়িতে?

3/9

বন্যের সঙ্গে সহবাস:

Reptile_3

ফ্রান্সের রিভার লয়্যার থেকে আনা একটি গোখরো দেখতে পাবেন তাঁর কফি টেবলে শুয়ে রয়েছে। কখনও বাগানে ঘুরছে ৫০ কিলোগ্রামের কচ্ছপ।

4/9

বন্যের সঙ্গে সহবাস:

Reptile_4

দু’দশক ধরে বিভিন্ন জায়গা থেকে নানা প্রজাতির প্রাণী জোগাড় করে সাজিয়ে রেখেছেন সংগ্রহশালায়। ৪০০-র বেশি প্রাণী রয়েছে তাঁর বাড়িতে।

5/9

বন্যের সঙ্গে সহবাস:

Reptile_5

ফ্রান্সের ন্যান্টস শহরে ফিলিপের বাড়ি। এখানে গেলেই দেখতে পাবেন র্যাটেল স্নেক, নানা প্রজাতির লেজার্ড।

6/9

বন্যের সঙ্গে সহবাস:

Reptile_6

 ঘরের বিছানায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে সাত ফুট লম্বা দুটো কুমির। দু’জনের নাম আলি এবং গেটর। এই দুই কুমির গিফ্ট হিসাবে পেয়েছেন ফিলিপ।

7/9

বন্যের সঙ্গে সহবাস:

Reptile_7

এমন ভয়ঙ্কর জীবজন্তুর সঙ্গ সহবাস করতে কী বুক ডরায় না ফিলিপের? ফিলিপ জানাচ্ছে, একদমই না। 

8/9

বন্যের সঙ্গে সহবাস:

Reptile_8

তাঁর মতে, আসলে আমরা তাদের ঘৃণা করি। তাদেরকে বোঝার চেষ্টা করি না। ওদেরকে ভয়ঙ্কর ভাবি আমরা। কিন্তু এক বার ওদের নাম ধরে ডেকে খেতে ডাকুন। দেখবেন কেমন আপনার কথা শুনছে।

9/9

বন্যের সঙ্গে সহবাস:

Reptile_9

ফিলিপের বাড়িতে ঢোকার অনুমতি পেতে হলে কিন্তু প্রশাসনের কাছে দ্বারস্থ হতে হবে। অন্তত স্থানীয় দমকল দফতরে এমনটাই নির্দেশ। কারণ, বিপদ বলে কয়ে আসে না!