আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সূর্যোদয় কেমন দেখায়? দেখুন গ্যালারি
Jul 28, 2020, 14:30 PM IST
1/5
ভূপৃষ্ঠ থেকে সূর্যোদয় দেখে তো আমরা সকলেই অভ্যস্ত। কিন্তু, পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উর্ধ্ব থেকে সূর্যোদয় কেমন লাগে তা কখনও দেখেছেন?
2/5
সেই অভিজ্ঞতারই একটি ঝলক দিলেন মার্কিন মহাকাশচারী বব বেহকেন। এদিন ইন্টারন্যাশানাল স্পেস স্টেশন থেকে সোমবার সূর্যোদয়ের অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করেন বব। টুইটও করেন সেই অপরূপ দৃশ্য। মাঝে মাঝেই তাঁর মহাকাশের কর্মক্ষেত্র থেকে ছবি টুইট করেন তিনি।
photos
TRENDING NOW
3/5
অল্প সময়েই ৫৬ লাইক ও ৯ হাজার রিটুইট করা হয় ববের ছবিগুলি। কমেন্টে ছবিগুলি টুইটের জন্য ববকে ধন্যবাদও জানান বব।
4/5
প্রতি ৯০ মিনিট অন্তর পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে ইন্টারন্যাশানাল স্পেস স্টেশন। অর্থাত একদিনে প্রায় ১৬ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে আইএসএস। আর সে কারণে যতবার পৃথিবীর আড়ালে যায় স্পেস স্টেশন, ততবার সেখানে অন্ধকার নেমে আসে। আবার আড়াল থেকে বেড় হলে সূর্যোদয় হয়।
5/5
শুধু তাই নয়, বায়ুমন্ডলের অভাবে মহাকাশে সূর্যের প্রভাব অনেকটাই বেশি। সেই সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুত্ সরবরাহ করা হয় স্পেস স্টেশনে।