দূষণের জেরে মৃত্যু সম্ভর লেকের কয়েক হাজার পরিযায়ী পাখির?

Nov 13, 2019, 17:17 PM IST
1/8

ওইসব পাখিদের মৃতদেহ পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে ভোপালের একটি পরীক্ষাগারে।

2/8

জলে লবণের মাত্রা বেড়ে গেল তা রক্তেও লবণের মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে মস্তিস্ক বিকল হয়ে যেতে পারে।  

3/8

মৃত্যুর পেছনে থাকতে পারে জলের দূষণও

4/8

রাজ্যের প্রাণী বিকাশ দফতরের আধিকারিক আর জি উজ্জ্বল সংবাদমাধ্যমে জানিয়েছেন, জলে লবণের মাত্রা বেড়ে যাওয়া পাখিদের মৃত্যুর কারণ হতে পারে

5/8

মৃত্যুর পেছনে থাকতে পারে কোনও ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণও। জাখর জানিয়েছেন, প্রতিবছর এই লেকে কমপক্ষে ২-৩ লাখ পাখি আসে।

6/8

সম্ভরের রেঞ্জার রাজেন্দ্র জাখরের দাবি, কয়েকদিন আগেই এলাকায় প্রবল শিলাবৃষ্টি হয়েছিল। তার ফলেই ওইসব পাখিদের মৃত্যু হতে পারে। আমাদের হিসেব মতে পাখিদের মধ্যে রয়েছে ১০টি প্রজাতি।

7/8

কিন্তু এলাকার মানুষের দাবি মারা গিয়েছে কমপক্ষে ৫০০০ পাখি। রাজস্থানের সম্ভর লেকের এমন ঘটনা অবাক এলাকার মানুষজন।

8/8

লেকের আশেপাশে পড়ে রয়েছে হাজার হাজার মৃত পাখি।  এদের মধ্যে রয়েছে পরিযায়ী পাখিও। সরকারি হিসেবে অনুযায়ী মৃত পাখিদের সংখ্যা ১৫০০