Cyclones in Bay of Bengal: জোড়া ঘূর্ণিঝড়? উৎসবের শেষভাগেও বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপরেখা...

West Bengal Winter Season Update: বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে জোড়া নিম্নচাপ। ভাইফোঁটার আগে থেকেই অবশ্য দুঃসংবাদ ছিল।

| Nov 20, 2023, 16:12 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, আবার আবহাওয়া খারাপ হতে চলেছে। কেননা, বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে জোড়া নিম্নচাপ। ভাইফোঁটার আগেই অবশ্য দুঃসংবাদ ছিল। শোনা গিয়েছিল ঝলমলে দিন শেষ। মেঘ-বৃষ্টি-অন্ধকার আসছে। ১৫ নভেম্বরের আকাশ মেঘলা থাকবে। 

1/7

ভয়াবহ

পরপর দুটি নিম্নচাপ-রেখা তৈরি হয়েছে। এর মধ্যে একটি সিভিয়ার হয়ে উঠতে পারে। 

2/7

দক্ষিণ-সমুদ্রে

বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সমুদ্রে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে। তার জেরেই এই নিম্নচাপ। 

3/7

দক্ষিণ-পশ্চিমে

আর একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে।

4/7

কোরিয়া থেকে

সাউথ কোরিয়ার একটি টাইফুন রিসার্চ সেন্টারের এক গবেষক প্রথম এই পূর্বাভাসটি দিয়েছিলেন। 

5/7

দুটি চাপ

যখন এই ভাবে পরপর দুটি নিম্নচাপরেখা তৈরি হয়, তখন সেটি পরস্পরকে প্রভাবিতও করে।  

6/7

ফুজিহোয়ারা এফেক্ট

প্রভাবতি করে যেটা ঘটায় তারা, সেটার নাম ফুজিহোয়ারা এফেক্ট।

7/7

ঝড়ের নৃত্য

কী হয় এই এফেক্টে? মহাসামুদ্রিক ঝড়ের জন্ম দেয় এটি। এই ওশেন স্টর্ম দুটি নিম্নচাপরেখার যে কমন সেন্টার তার চারপাশে উন্মত্তের মতো নাচতে শুরু করে।