আগামী ১৫ ডিসেম্বর রেড রোডে অনুষ্ঠিত হবে টাটা স্টিল কলকাতা ২৫কে ২০১৯।
2/5
টিএসকে ২৫কে-র মুকুটে রঙিন পালক। ২৫ কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতা ২০১৮ সাল পর্যন্ত আইএএএফ ব্রোঞ্জ লেভেল রোড রেসের তকমা পেত ৷ এবছর টিএসকে ২৫কে- IAAF-এর সিলভার লেভেলে উন্নীত হয়েছে৷
photos
TRENDING NOW
3/5
এবারের টিএসকে ২৫কে-এর আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন আর্জেন্তিনিয় বিশ্বকাপার হার্নান ক্রেসপো।
4/5
১৯৯৮, ২০০২ এবং ২০০৬ সালে ফিফা ফুটবল বিশ্বকাপে আকাশি-সাদা জার্সিতে খেলেছিলেন ক্রেসপো।
5/5
এবার অভিনব উদ্যোগ টিএসকে ২৫কে-এর ৷ এবার ২৫কিলোমিটার দৌড় শেষ করলেই মিলবে স্বীকৃতি ৷ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে সোনা, রুপো এবং ব্রোঞ্জ পদক পেলেও যে সকল অ্যাথলিট ২৫ কিলোমিটার ফিনিশিং লাইন ক্রস করবেন তাঁরা প্রত্যেকেই পাবেন 'মেডেল অফ স্টিল'- বিশেষ ভাবে স্টিলের তৈরি পদক।