বিশ্বকাপ কড়চা

Jun 08, 2018, 17:34 PM IST
1/11

pic 11

বিশ্বকাপ কড়চা

দোরগোড়ায় ফুটবল বিশ্বকাপ। আগামী সপ্তাহ থেকেই রাশিয়ায় শুরু হবে কাপ-যুদ্ধ। মাঠের লড়াইয়ের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকবে জানা-অজানা নানা তথ্য। বিশ্বকাপকে ঘিরে থাকা সেসব তথ্য এক জায়গায় তুলে আনার চেষ্টা করল জি ২৪ঘন্টা ডট কম। রাশিয়ায় বল গড়ানোর আগে থেকেই বিশ্বকাপের সব তথ্য আপনি পাবেন জি ২৪ ঘন্টা ডট কমে। আজ প্রথম কিস্তি-

2/11

pic 10

বিশ্বকাপ কড়চা

# বিশ্বকাপের ২১তম আসর বসতে চলেছে রাশিয়ায়।

3/11

pic 9

বিশ্বকাপ কড়চা

# ২০১৮ সালের পর আর মাত্র দুবার ৩২টা দল অংশ নেবে ফুটবল বিশ্বকাপে। ২০২৬-এর বিশ্বকাপ থেকে দেখা যাবে ৪৮ দলের লড়াই।

4/11

pic 8

বিশ্বকাপ কড়চা

# আইসল্যান্ড ও পানামা এবারই প্রথম ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে  

5/11

pic 7

বিশ্বকাপ কড়চা

কালিনিনগ্রাদ পূর্ব রাশিয়ার শহর হিসাবে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে। পশ্চিম রাশিয়ায় বিশ্বকাপের আয়োজক শহরের নাম একাতেরিনবার্গ। এই দুই শহরের দূরত্ব ২,৪২৪ কিমি (১,৫০০ মাইল)। যা কি না মস্কো ও লন্ডনের মধ্যে দূরত্বের সমান!

6/11

pic 6

বিশ্বকাপ কড়চা

# ব্রাজিল একমাত্র দেশ যারা প্রতিটা বিশ্বকাপে অংশ নিয়েছে। বিশ্বকাপের সর্বোচ্চ খেতাব জয়ের (৫ বার) রেকর্ডও তাদের ঝুলিতে।

7/11

pic 5

বিশ্বকাপ কড়চা

# ১৯৫৮ ও ১৯৬২-তে পরপর দুবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। জার্মানি এবার বিশ্বকাপের খেতাব জিতলে পর পর দুবার বিশ্বজয়ের রেকর্ড হিসাবে সাম্বার দেশকে ছুঁয়ে ফেলবে।

8/11

pic 4

বিশ্বকাপ কড়চা

# গত তিনটে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড করেছে জার্মানি। ২০০৬ বিশ্বকাপে ১৪ গোল। ২০১০ বিশ্বকাপে ১৬ গোল ও ২০১৪ বিশ্বকাপে ১৮ গোল করেছে জার্মানরা।

9/11

pic 3

বিশ্বকাপ কড়চা

# বিশ্বকাপের একটা ম্যাচে সর্বোচ্চ গোল করার রেকর্ড রয়েছে রাশিয়ার ওলেগ সালেঙ্কোর নামের পাশে। ১৯৯৪ বিশ্বকাপে ক্যামেরুনের বিরুদ্ধে ৫টা গোল করেছিলেন তিনি।

10/11

pic 2

বিশ্বকাপ কড়চা

# ৩.২ বিলিয়ন মানুষ ২০১৪ বিশ্বকাপ দেখেছিলেন। যা কি না পৃথিবীর অর্ধেক জনসংখ্যার সমান।

11/11

pic 1

বিশ্বকাপ কড়চা

# বর্তমানে ফুটবলারদের বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার রেকর্ডের অধিকারী থমাস মুলার। বিশ্বকাপে ১০টা গোল করার পাশাপাশি ৬টা গোলে সহায়তা করেছেন জার্মানির এই ফরোয়ার্ড।