ঠোঁট গোলাপি রাখার ঘরোয়া উপায়গুলো জেনে নিন

Mar 24, 2018, 12:56 PM IST
1/8

lips 8

ঠোঁট গোলাপি রাখার ঘরোয়া উপায়গুলো জেনে নিন

গোলাপি ঠোঁট তো সকলেই চায়। কিন্তু কোনওরকম প্রসাধনী ছাড়া কীভাবে গোলাপি ঠোঁট পাওয়া যাবে, তা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। আপনিও যদি ঘরোয়া উপায়ে স্থায়ীভাবে গোলাপি ঠোঁট পাবেন, জেনে নিন-  

2/8

lips 7

ঠোঁট গোলাপি রাখার ঘরোয়া উপায়গুলো জেনে নিন

পুরো মুখ ভালো করে জল দিয়ে ভিজিয়ে তারপর পুরনো নরম ব্রাশ দিয়ে ঠোঁটের উপর হালকাভাবে ঘষতে থাকুন। এতে ঠোঁটের পুরনো চামড়া উঠে যাবে।

3/8

lips 6

ঠোঁট গোলাপি রাখার ঘরোয়া উপায়গুলো জেনে নিন

ঠোঁট হাইড্রেট এবং নরম রাখতে প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে লিপ বাম ব্যবহার করুন।

4/8

lips 5

ঠোঁট গোলাপি রাখার ঘরোয়া উপায়গুলো জেনে নিন

প্রাকৃতিক উপায়ে গোলাপি ঠোঁট পেতে কয়েক টুকরো শশা নিয়ে, তার পেস্ট তৈরি করে নিন। তারপর সেই মিশ্রনে মধু মিশিয়ে ঠোঁটে ব্যবহার করুন।

5/8

lips 4

ঠোঁট গোলাপি রাখার ঘরোয়া উপায়গুলো জেনে নিন

অত্যধিক প্রসাধনী ব্যবহার করার ফলে তার মধ্যে থাকা কেমিক্যাল ঠোঁটকে কালো করে দেয়। লেবুতে থাকা ভিটামিন সি ঠোঁটের কালো ভাব দূর করে। কালো ঠোঁটকে গোলাপি করতে রোজ লেবুর রস ব্যবহার করুন।

6/8

lips 3

ঠোঁট গোলাপি রাখার ঘরোয়া উপায়গুলো জেনে নিন

ত্বকের জন্য দারুণ উপকারী গোলাপের পাপড়ি। কয়েকটা শুকনো গোলাপের পাপড়ি নিয়ে গুঁড়ো করে নিন। তার সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে ব্যবহার করুন। তারপর ম্যাজিক দেখুন।

7/8

lips 2

ঠোঁট গোলাপি রাখার ঘরোয়া উপায়গুলো জেনে নিন

দুধে থাকা প্রাকৃতির এনজাইম এবং ল্যাকটিক অ্যাসিড ঠোঁটের মৃত কোষ দূর করতে সাহায্য করে। দুধের সঙ্গে অল্প করে জাফরান মিশিয়ে ঠোঁটে ব্যবহার করলে ঠোঁট গোলাপিও থাকবে এবং স্বাস্থ্যকরও থাকবে।

8/8

lips 1

ঠোঁট গোলাপি রাখার ঘরোয়া উপায়গুলো জেনে নিন

ঠোঁট গোলাপি রাখার জন্য দারুণ উপকারী বিটের রস। শুধু ঠোঁট গোলাপি রাখাই নয়, ঠোঁটকে সূর্যের আলো থেকে হওয়া বিভিন্ন সমস্যার হাত থেকেও বাঁচায় বিট। প্রত্যেকদিন অল্প করে বিটের রস ঠোঁটে লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।