Titan Arum Plant or Corpse Flower: পচা মাংসের গন্ধে টেকা দায় লন্ডনে! কারণ? ফুটেছে ফুল...

Flower stink like rotting flesh: পৃথিবীতে এমন কিছু ফুল রয়েছে, যার গন্ধ অতি জঘন্য। এসব ফুলের সৌন্দর্য দেখে কাছে গেলে নিজ থেকেই আপনি হাত দিয়ে নাক চেপে ধরতে বাধ্য হবেন।

Jun 20, 2024, 16:03 PM IST
1/5

পচা মাংসের গন্ধযুক্ত ফুল

flower stink like rotting flesh

ফুলের কথা উঠলেই একটা মিষ্টি সুগন্ধ ভেসে আসে আমাদের মনে। তবে এই নয় যে সব ফুলেই সুগন্ধ থাকবে। পৃথিবীতে এমন একটা ফুল আছে, যেটা থেকে ঘ্রাণ বের হয় না। বের হয় ভয়ংকর দুর্গন্ধ।

2/5

পচা মাংসের গন্ধযুক্ত ফুল

flower stink like rotting flesh

তবুও হাজার হাজার মানুষ মোটা টাকা খরচ করে টিকিট কেটে এই ফুল দেখতে ভিড় জমান। এটির নাম ‘কর্পস ফ্লাওয়ার’। চওড়ায় এই ফুল সাধারণত ১০ ফুট পর্যন্ত হয়ে থাকে। ফুলের রং হয় কালচে লাল মাংসের মতো। 

3/5

পচা মাংসের গন্ধযুক্ত ফুল

flower stink like rotting flesh

বিজ্ঞানসম্মত নাম ‘অ্যামোরফোফালাস টাইটানাম’। সংক্ষেপে একে টাইটান এরাম বলা হয়। ১০ বছরে এই ফুল ফোটে মাত্র ৪৮ ঘণ্টা বা ২ দিনের জন্যই।

4/5

পচা মাংসের গন্ধযুক্ত ফুল

flower stink like rotting flesh

এই ফুলের গন্ধটা অনেকটা পচা মাংসের মতো। ফুলের কাছে আসলে আপনার মনে হবে আপনি কোনো পঁচা গলা লাশের পাশে দাঁড়িয়ে আছে। এজন্যই এটি ‘লাশ ফুল’নামে পরিচিত।

5/5

পচা মাংসের গন্ধযুক্ত ফুল

flower stink like rotting flesh

 প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত এই ফুলের তীব্র পঁচা গন্ধ আশেপাশের এলাকার ছড়িয়ে থাকে। বিশ্বের বিপন্ন প্রজাতির গাছের তালিকাতে নথিভুক্ত হয়েছে এই গাছের নাম।