রাখিতে 'ডাফলিওয়ালে' নেচে মঞ্চ মাতালেন তৃণমূলের ওয়ার্ড নেত্রী

Aug 29, 2018, 16:55 PM IST
1/10

রাখি বন্ধন উত্সবে হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচ নেত্রী ও তাঁর অনুগামীদের।

2/10

রাখিবন্ধনের জন্য বাঁধা মঞ্চে উঠে নাচলেন হাওড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভানেত্রী করবী ঘোষ।

3/10

সঙ্গে ছিলেন তাঁর ঘনিষ্ঠ তৃণমূলের আরও এক মহিলা কর্মী।

4/10

মাইকে 'ডাপলিওয়ালে' গান বাজল। আর সঙ্গে নেচে চললেন ওয়ার্ড সভানেত্রী।

5/10

রাখিবন্ধন উত্সবে বাঁধা মঞ্চে রাখা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি।

6/10

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও রাখা ছিল।

7/10

আর তার সামনেই বিভিন্ন হিন্দি গানের সঙ্গে নেচে চলেন করবী ঘোষ ও তাঁর অনুগামী।

8/10

ইতিমধ্যেই ভাইরাল এই ছবি। ওয়ার্ড সভানেত্রীকে এভাবে নাচতে দেখে দলের অন্দরেই জল্পনা শুরু হয়েছে।

9/10

হাওড়া সদরের তৃণমূল সভাপতি ও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

10/10

যাঁর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের সেই নেত্রী অবশ্য সংবাদমাধ্যমকে কিছু বলতে রাজি হননি।