Lovely Maitra: অভিনেতা বিধায়ক লাভলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, জল গড়াল আদালত পর্যন্ত!

গোটা ঘটনায় কী বলছেন লাভলি মৈত্র? অভিনেতা বিধায়কের নয়া দায়িত্ব...

Apr 12, 2023, 19:45 PM IST
1/5

তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে লাভলি!

Lovely Maitra involves in TMC vs TMC

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিচালন কমিটির সভাপতির পদ নিয়ে এবার তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব। মেয়াদ ফুরনোর আগেই সোনারপুর কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে অপসারিত প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়। 

2/5

তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে লাভলি!

Lovely Maitra involves in TMC vs TMC

নয়া সভাপতি বর্তমান বিধায়ক লাভলি মৈত্র। অশান্তি গড়িয়েছে আদালত পর্যন্ত। কলেজের পরিচালন কমিটির সভাপতি কে হবেন? তাই নিয়ে যুযুধান তৃণমূল বনাম তৃণমূল। 

3/5

তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে লাভলি!

Lovely Maitra involves in TMC vs TMC

২৬ সেপ্টেম্বর পর্যন্ত কমিটির মেয়াদ ছিল। তার আগেই জীবনবাবুর জায়গা দখল করেছেন লাভলি। সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক তাই মামলা ঠুকে দিয়েছেন লাভলির বিরুদ্ধে। 

4/5

তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে লাভলি!

Lovely Maitra involves in TMC vs TMC

যদিও জীবন মুখোপাধ্যায়ের তোলা অভিযোগ নিয়ে মুখ খুলতে রাজি হননি লাভলি মৈত্র। কোনও বক্তব্য রাখতে রাজি হননি রাজপুর-সোনারপুর পুরসভার প্রধান।

5/5

তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে লাভলি!

Lovely Maitra involves in TMC vs TMC

অন্যদিকে শিক্ষায় দলতন্ত্র কায়েমের অভিযোগে সরব হয়েছে বিরোধী নেতৃত্ব।