দমদমে BJP কর্মীদের উপর হামলার অভিযোগ TMC-এর বিরুদ্ধে, এলাকায় উত্তেজনা

Dec 06, 2020, 23:24 PM IST
1/5

 রাজারহাটের পর এবার দমদম। ফের বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে! হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দু'দলের সমর্থকরা। আহত বেশ কয়েকজন। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ দমদম পুরসভার প্রশাসক  তথা তৃণমূল নেতা পাঁচু রায়।   

2/5

 রবিবার ছিল বি আর আম্বেদকরের জন্মদিন। সেই উপলক্ষ্যে দক্ষিণ দমদম পুর এলাকায় কর্মসূচি ছিল বিজেপির।  

3/5

সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সন্ধেয়বেলায় ২৫ নম্বর ওয়ার্ডে, টাউনহলের সামনে জমায়েত করেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। তখন ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা বিদায়ী তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাস ও তাঁর অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ।  

4/5

বিজেপির দাবি, হামলার জেরে সুব্রত তালুকদার নামে দলের এক কর্মী আহত হন। আরজিকর হাসপাতালে ভর্তি তিনি। এরপর স্থানীয় কামারডাঙ্গা ফাঁড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, বারবার দুষ্কৃতীরা হামলা চালালেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।  

5/5

যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ দমদম পুরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা পাঁচু রায়। তাঁর দাবি, বিনা অনুমতি এলাকার একটি হলের সামনে জমায়েত করেছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের বাধা দেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, শনিবার রাজারহাটে বিজেপি কর্মীদের উপর হামলা হয়। সেই ঘটনায়ও তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল ওঠে।