Sayantika Banerjee on Train Accident: বাঁকুড়ায় ২ মালগাড়ির সংঘর্ষ, লাইনচ্যুত ১৩ বগি, ঘটনাস্থলে সায়ন্তিকা...

Train Accident: বাঁকুড়ার ওন্দায় মালগাড়ির দুর্ঘটনা। লাইন থেকে ছিটকে বেরিয়ে গেল ১৩টি বগি। চালকের ভুলেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। অনুমান করা হচ্ছে ঘুমিয়ে পড়েছিলেন মালগাড়ির চালক। যে মালগাড়িটি অন্য মালগাড়িকে ধাক্কা মারে সেটির ইঞ্জিনের সামনের অংশ মাটি থেকে অনেকটাই উপরে উঠে যায়। তা থেকে বোঝা যা কতটা প্রবল গতিতে মালগাড়িটি অন্য মালগাড়িকে ধাক্কা মারে। যেখানে দুর্ঘটনা হয়েছে তার পাশের রেলের একটি ঘর ভেঙে চুরমার হয়ে গিয়েছে। 

| Jun 25, 2023, 15:59 PM IST
1/5

বাঁকুড়ায় মালগাড়ি দুর্ঘটনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঁকুড়ার ওন্দায় দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা মারল অন্য একটি মালগাড়ি। ভেঙে চুরমার ইঞ্জিন ও একাধিক বগি।  

2/5

বাঁকুড়ায় মালগাড়ি দুর্ঘটনা

বাঁকুড়ার দুর্ঘটনার জেরে বন্ধ আদ্রা-খড়গপুর শাখায় রেল চলাচল। দুর্ঘটনার জেরে বাতিল ১১টি ট্রেন।  

3/5

বাঁকুড়ায় মালগাড়ি দুর্ঘটনা

দুর্ঘটনার খবর জানতে পেরেই ঘটনাস্থলে হাজির হন অভিনেত্রী ও তৃণমূলের যুবনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।  

4/5

বাঁকুড়ায় মালগাড়ি দুর্ঘটনা

ঘটনাস্থলে পৌঁছে সায়ন্তিকা জানান, ‘যদি দুটো মালগাড়ির দুর্ঘটনা হয়েছে। ভগবানের আশীর্বাদে কারোর কিছু হয়নি। যদিও দুই মালগাড়ির ড্রাইভারকে হাসপাতালে পাঠানো হয়েছে, কয়েকটা টেস্ট হবে, সব ঠিক আছে কিনা তা জানতে। তবে তাঁরা সুস্থ আছেন’।  

5/5

বাঁকুড়ায় মালগাড়ি দুর্ঘটনা

কী কারণে এই দুর্ঘটনা? সায়ন্তিকা বলেন, ‘কিছু প্রবলেম ছিল বলেই নিশ্চয় দুর্ঘটনা হয়েছে, কেন ঐ লুপ লাইনে ট্রেনটা ঢুকেছিল, কে দায়ী, তা তদন্ত হবে, সেটা আমার এখন বলা ঠিক হবে না।’