পরনে মুখ্যমন্ত্রীর ডিজাইন করা শাড়ি, ভোটের ময়দানে এবার তৃণমূলের 'বঙ্গজননী'!

Nov 30, 2020, 21:37 PM IST
1/6

পরনে নির্দিষ্ট রঙের শাড়ি। তাও আবার খোদ মুখ্যমন্ত্রীর ডিজাইন করা। এই মুহূর্তে সংখ্যায় ওরা প্রায় ৫০ হাজার। ওদের পরিচয় ওরা তৃণমূলের বঙ্গজননী।

2/6

আর এই বঙ্গজননী বাহিনী  এবার নামছে ভোটের ময়দানে।

3/6

 আগামী ১২ তারিখ হাওড়াতে তাদের প্রথম কর্মী সম্মেলন।

4/6

কিন্তু ভোট ময়দানে এই নতুন বাহিনী কেন? লক্ষ্য সব স্তরের মহিলা ভোটার। মহিলাদের সঙ্গে পারিবারিক যোগাযোগ তৈরি করতে গত সেপ্টেম্বর থেকে প্রস্তুতি নিয়েছে এই বাহিনী।

5/6

কখনও দীপাবলিতে দূষণ আটকাতে মাটির প্রদীপ বিলি।আবার কখনো গরিব মহিলাদের ঘরে পুজোর সময় নতুন শাড়ি, শাঁখা সিঁদুর তুলে দিয়েছেন এরা। 

6/6

এবার সরাসরি কর্মী সম্মেলন।। সংগঠনের দায়িত্বে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দাবি, রাজনৈতিক সংগঠন যখন তখন রাজনৈতিক কর্মকাণ্ডে নিশ্চয়ই যুক্ত হব। মহিলাদের বোঝাব মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যা করেছেন তা কেউ করেনি। হাওড়া দিয়ে শুরু হলেও আগামী দিনে সব এলাকাতেই যাওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বঙ্গজননী।।