Lunar Eclipse 2021: চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব এড়াতে চান? জানুন কী করবেন

গ্রহণের নেতিবাচক প্রভাব পড়তে পারে আপনার জীবনে 

Nov 19, 2021, 14:53 PM IST

চন্দ্রগ্রহণ একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ঘটনা কিন্তু জ্যোতিষশাস্ত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। শুক্রবার ১৯ নভেম্বর সকাল ১১.৩৪ থেকে এই বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ শুরু হয়েছে। এই গ্রহণ সন্ধ্যা ৫.৫৯ পর্যন্ত চলবে। শুক্রবারের গ্রহণ এই শতাব্দীর সবচেয়ে দীর্ঘস্থায়ী আংশিক চন্দ্রগ্রহণ। শেষবার ৫৮০ বছর আগে এত দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ হয়।

1/5

অশুভ চন্দ্রগ্রহণ

negative eclipse

ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণকে অশুভ মনে করা হয়, তাই চন্দ্রগ্রহণের সময় শুভ কাজ করা নিষিদ্ধ। অন্যদিকে, যেসব রাশির জাতক অথবা জাতিকাদের ওপর গ্রহনের নেতিবাচক প্রভাব বেশি থাকে, তাদেরকে এই সময়ে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়।

2/5

কী করলে কাটবে অশুভ প্রভাব

how to escape the negative effect

ধর্মগ্রন্থে সূর্যগ্রহণের সময় নিয়ম মেনে চলার পাশাপাশি গ্রহণের পরেও কিছু নিয়ম মানার কথা বলা আছে। এই নিয়ম মানলে গ্রহণ শেষ হওয়ার পরে অশুভ প্রভাব কমে যায়।

3/5

গ্রহণের পরে স্নান

change cloths after shower

গ্রহণের পরে গঙ্গাজল মিশিয়ে স্নান করে, পোশাক বদল করার কথা বলা আছে।  

4/5

গঙ্গাজলে শুদ্ধ হবে ঘর

sprinkle Ganges water

সারা ঘরে গঙ্গাজল ছড়িয়ে তারপরে গরুকে রুটি খাওয়ালে কেটে যায় অমঙ্গল 

5/5

কোন মাসে গ্রহণ

eclipse in which month

আগের বছরের মতোই আবার কার্তিক পূর্ণিমায় হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ।