Tokyo Paralympics: ভারতীয় প্যাডলার হিসাবে প্রথম পদক, টোকিওয় রুপো জিতলেন ভাবিনাবেন

Aug 29, 2021, 09:14 AM IST
1/7

Tokyo Paralympics 2020: টোকিয়ো প্যারালিম্পিক্স

Tokyo Paralympics 2020: টোকিয়ো প্যারালিম্পিক্স

টোকিওয় সোনা জয় অধরা থাকলেও, প্রথম ভারতীয় প্যাডলার হিসাবে  চলতি প্যারালিম্পিক্সে রুপো পেলেন ভারতীয় টেবিল টেনিস তারকা ভবিনাবেন প্যাটেল। চিনের ইং ঝুর বিরুদ্ধে ক্লাস ৪ বিভাগে টেবিল টেনিস ফাইনালে পরাজিত হয়ে রুপো জিতলেন তিনি।

2/7

historic silver medal in TT: ঐতিহাসিক রুপোর মেডেল

historic silver medal in TT: ঐতিহাসিক রুপোর মেডেল

খেলার ফল ০-৩ (৭-১১, ৫-১১, ৬-১১)। ফাইনাল স্ট্রেট গেমে হেরে গেলেও রুপোর পদক ঘরে আনলেন ভাবিনাবেন।  আর সেই সঙ্গেই তৈরি হল নয়া ইতিহাস। এবারের গেমসে এই প্রথম পদক এল ভারতের কাছে। 

3/7

Bhavinaben Patel wins: জয়ী ভাবিনাবেন প্যাটেল

Bhavinaben Patel wins: জয়ী ভাবিনাবেন প্যাটেল

রবিবার মেগা ফাইনালে চিনা প্রতিপক্ষকে  হারিয়ে স্বর্ণপদকের হাতছানি ছিল। কিন্তু শেষরক্ষা হল না। প্রতিপক্ষের আক্রমণাত্মক ভঙ্গির সামনে টিকতে পারলেন না ভাবিনাবেন।  

4/7

China's Zhou Ying: চিনের ঝু ইং

China's Zhou Ying: চিনের ঝু ইং

প্যারালিম্পিকে প্রথমবার অংশ নিয়েছিলেন প্যাটেল। চিনের ঝু ইং-এর ব্যাকহ্যান্ডের দাপটে দিশেহারা হয়ে যান তিনি। পয়েন্ট হারাতে থাকেন। 

5/7

first Indian paddler: প্রথম ভারতীয় প্যাডলার

first Indian paddler:  প্রথম ভারতীয় প্যাডলার

শুরুটা আত্মবিশ্বাসের সঙ্গে করলেও তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ভারতীয় তারকা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এই ঝুর বিরুদ্ধেই হারের মুখ দেখতে হয়েছিল।

6/7

women's singles Class 4 event: ক্লাস ৪ বিভাগ

women's singles Class 4 event:  ক্লাস ৪ বিভাগ

প্যারালিম্পিক্সে রুপো জিতে নয়া মাইলস্টোন তৈরি করলেন গুজরাটের টেবিল টেনিস খেলোয়াড়। প্রথম ভারতীয় প্যাডলার হিসেবে শেষ চারে পৌঁছেই ইতিহাস গড়েছিলেন ভবিনাবেন। 

7/7

Paralympics: প্যারালিম্পিক্স

Paralympics: প্যারালিম্পিক্স

শুক্রবার কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার বরিস্লাভা পেরিচ র‌্যানকোভিচকে স্ট্রেট গেমে হারান ভারতীয় খেলোয়াড়। বিশ্বের এক নম্বর প্রতিপক্ষের কাছে পরাস্ত হয়ে সোনা হাতছাড়া ভাবিনার।