টলিউডের 'লাভবার্ড' বলেই পরিচিত তাঁরা অভিনেতা বনি সেনগুপ্তের (Bonny Sengupta) সঙ্গে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) সম্পর্কের কথা প্রায় সকলেরই জানা। বনি-কৌশানির অনুরাগীরা এখন শুধু তাঁদের সাতপাকে বাঁধা পড়ার অপেক্ষায় রয়েছেন। তবে এখন শোনা যাচ্ছে অন্যকথা।
2/8
টলিপাড়ায় গুঞ্জন, বনি-কৌশানির বিয়েতে নাকি বাধ সাধছে তাঁদের পরিবার। হঠাৎ কী এমন হল? তাহলে কি বনি-কৌশানির সম্পর্কটা টিকবে না?
photos
TRENDING NOW
3/8
নাহ, চিন্তার কোনও কারণ নেই। অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানি মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) এই সমস্যাটা রিয়েল লাইফের নয়, রিল লাইফের।
২০২১-এ জুটি বেঁধে আসছেন সুজিত মণ্ডলের 'তুমি আসবে বলেই' ছবিতে। তারই প্রচারে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দেখা গেল এই তারকা জুটিকে। শুক্রবার মুক্তি পাবে 'তুমি আসবে বলেই' ছবির পোস্টার।
6/8
সুজিত মণ্ডল মানেই পারিবারিক গল্প। তবে এই ছবিতে পারিবারিক গল্পের পাশে প্রতিহিংসার গল্পও থাকবে। ২১শতকেও সামাজিক বিয়ে মানে দুই পরিবারের চাপিয়ে দেওয়া শর্ত, তাঁদের ইগোর লড়াই? যার চাপে বিয়ের আগেই তাঁদের ভালবাসা নষ্ট হওয়ার অবস্থায়। এমনই গল্প উঠে আসবে ছবিতে।
7/8
ছবির গল্পে নন্দ গোপালের চরিত্রে দেখা যাবে বনিকে এবং আঁখির চরিত্রে অভিনয় করছেন কৌশানি। আঁখি আর নন্দগোপাল গোস্বামী পৃথক রাজ্যের বাসিন্দা। বারাণসীর ছেলে নন্দগোপাল কলকাতায় B.Tech পড়তে আসে। আঁখি কলকাতার। দুজনের দেখা হয়, এরপর প্রেম এবং শেষ পর্যন্ত তা নিয়ে টানাপোড়েন।
8/8
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নতুন বছরেলর শুরুতেই মুক্তি পেতে পারে 'তুমি আসবে বলেই' ছবিটি। ছবিতে বনি-কৌশানি ছাড়াও দেখা যাবে কৌশিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্যকে। ছবিতে তিনটি গান যেগুলির সুর করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব।