1/6
WT20, India vs Pakistan: ফিরে দেখা ইন্দো-পাক মহারণের পাঁচ বিতর্কিত মুহূর্ত
2/6
জাভেদ মিঁয়াদাদ বনাম কিরণ মোরে
photos
TRENDING NOW
3/6
ভেঙ্কটেশ প্রসাদ বনাম আমির সোহেল
৯৬ বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালের ঘটনা। ভেঙ্কটেশ প্রসাদ ও আমির সোহেলর লড়াই আজও বাইশ গজে চর্চিত। সেদিন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামীতে ভারতের ২৮৭ রানের জবাবে পাকিস্তান ২৪৮ রান তুলতে সমর্থ হয়েছিল নির্ধারিত ওভারে। ভারত ৩৯ রানে ম্যাচ জিতে নিয়েছিল। প্রসাদ ৪৫ রানে তিন উইকেট তুলে নিয়েছিলেন। তাঁর অন্যতম শিকার ছিল পাক ওপেনার আমির শোহেল। তাঁর উইকেট ছিটকে দিয়েছিলেন মহম্মদ আজহারউদ্দিনের দলের স্টার বোলার।
4/6
ইনজামাম-উল-হক বনাম সুরেশ রায়না
পাকিস্তানের ৪১ বলে ৪০ রান দরকার ছিল। ইনজামাম শ্রীসন্থের ডেলিভারিতে ড্রাইভ করেছিল। সুরেশ রায়না বল থামিয়ে স্টাম্পে থ্রো করেন। ইনজামাম ব্যাট দিয়ে বলের রাস্তা আটকে দিয়েছিলেন। এরপর আসাফ রাউফ ও সাইমন টফেল আলোচনা করার পর ইনজামামকে আউট দেন। ব্যাট দিয়ে বল থামানোয় আউট হয়েছিলেন ইনজি। এই ঘটনা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। ইনজি অগ্নিশর্মা হয়ে গিয়েছিলেন আউটের পর।
5/6
গৌতম গম্ভীর বনাম শাহিদ আফ্রিদি
২০০৭ সালের একটি ওয়ানডে ম্যাচের ঘটনা। গৌতম গম্ভীর চার মেরেছিলেন শাহিদ আফ্রিদির বলে। এরপর গম্ভীর-আফ্রিদির উত্তপ্ত বাক্য বিনিময় হয়। গম্ভীর তখন আফ্রিদিকে জবাব দেননি। কিন্তু ওই ওভারেই রান নেওয়ার সময় আফ্রিদির সঙ্গে ধাক্কা লেগে যায় গম্ভীরের। এরপর পরিস্থিতি বেগতিক হলে আম্পায়াররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
6/6
গৌতম গম্ভীর বনাম কামরান আকমল
photos